ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আল-রুবায়ি ২০ জুন ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলেছেন, ইরাকের মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের ছায়া থেকে বেরিয়ে আসা উচিত। ইরাকের নিজের পদ্ধতির মাধ্যমে দেশের সমস্যা সমাধান করা উচিত।
তিনি বলেছেন, বিদেশের কিছু প্রভাবশালী শীর্ষনেতা নিজেদের উপায়ের মাধ্যমে ইরাকের নতুন সরকারকে পরিচালনা করার অপ্রচেষ্টা চালাচ্ছেন। তাঁদের সদিচ্ছা থাকলেও এটি দীর্ঘকালে ইরাকের সরকারের শক্তি কমিয়ে দেবে এবং বিদেশের উপর নির্ভরতা বাড়বে।
তিনি আরো বলেছেন, চলতি বছরে ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর সৈন্যের সংখ্যা ১.৩ লক্ষ থেকে এক লক্ষের কম হবে। তিনি আশা করেন, আগামী বছরের শেষে ইরাক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেশির ভাগের সৈন্য প্রত্যাহার করতে পারবে।
|