২০ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রী মানোছের মোত্তাকি আজারবাইজানের রাজধানী বাকুতে বলেছেন , ছ'দেশের দেয়া পরমাণু সমস্যা সমাধানের নতুন প্রস্তাবে সাড়া দেয়ার আগে ইরান আন্তর্জাতিক সমাজের সঙ্গে শর্তহীনভাবে আলোচনা করবে । ।
মোত্তাকি সেদিন ইসলামী সম্মেলন সংস্থার সদস্য দেশের পররাষ্ট্র মন্ত্রী পরিষদের ৩৩ তম সম্মেলনের একটি সংবাদ সম্মেলনে বলেছেন , ইরান ছ'দেশের নতুন প্রস্তাবে সাড়া দেয়ার সময় স্থির করে নি । ইরানের বিশেষজ্ঞরা এখন তা গবেষণা করছে । তিনি সঙ্গে সঙ্গে জোর দিয়ে বলেছেন , সকল দেশের শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু শক্তি ব্যবহার করার অধিকার নিশ্চিত করতে হবে ।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আদম এরেলী একইদিন ওয়াশিংটনে বলেছেন , ইরানের পরমাণু সমস্যায় যুক্তরাষ্ট্র ও ইতালী ছ'দেশের প্রস্তাব সমর্থন করে ।
|