২০ জুন মার্কিন প্রসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা স্টেফেন হ্যাডলি তথ্য মাধ্যমকে বলেন, একই দিন ইরাক থেকে জাপানের বাহিনী প্রত্যাহারের ঘোষণার প্রতি যুক্তরাষ্ট্র সমঝোতা প্রকাশ করেছে।
তিনি বলেন, জাপানের বর্তমান পদক্ষেপ যুক্তরাষ্ট্র ভবিষ্যতে নিতে চায়। ইরাকের নিরাপত্তা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণের সামর্থ্য থাকলে, মার্কিন বাহিনী ইরাক থেকে তার সৈন্য প্রত্যাহার করবে।
ইরাকের নিকটবর্তী এলাকার বিমান পরিবহণ সাহায্য বাড়াতে জাপান যে প্রস্তুতি নিয়েছে, হ্যাডলি তার প্রশংসা করেছেন।
২০ জুন তথ্যজ্ঞাপন সভায় জাপানের প্রধানমন্ত্রী জুনিছিরো কোইজুমি ঘোষণা করেছেন, জাপান ইরাক থেকে তার প্রায় ৬শ' সৈন্য প্রত্যাহার করবে।
|