২০ জুন চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও লুওয়ানডায় পৌঁছে, অ্যাংগোলায় তাঁর আনুষ্ঠানিক সফর শুরু করেছেন।
বিমান বন্দরে এক লিখিত বক্তৃতায় তিনি বলেন, চীন-অ্যাংগোলা সম্পর্কের উন্নয়ন দু'দেশ ও দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের প্রতিষ্ঠার পর ২৩ বছরে, সম্পর্ক স্থিতিশীল উন্নয়ন হয়েছে, পারস্পরিক রাজনৈতিক আস্থা অব্যাহতভাবে গভীর হয়েছে। আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক সমর্থন বজায় রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ফলপ্রসূ। তাঁর এবারকার অ্যাংগোলা সফরের লক্ষ্য হচ্ছে চীন-অ্যাংগোলা মৈত্রী ত্বরান্বিত করা, যাতে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা সম্প্রসারিত করা যায়।
অ্যাংগোলার প্রধানমন্ত্রী ফারনান্দো দোস সান্তোসের আমন্ত্রণে ওয়েন চিয়াপাও অ্যাংগোলা সফর করছেন। সফরকালে তিনি অ্যাংগোলার নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অন্যান্য অভিন্ন স্বার্থজড়িত সমস্যা নিয়ে ব্যাপকভাবে মত বিনিময় করবেন।
|