১৯০০সালে ফ্রান্সের প্যারিসে দ্বিতীয় অলিম্পিক গেমসে নারীরা প্রথমবারের মতো আধুনিক অলিম্পিক গেমসে অংশ নেন। ১৮৯৬ সালে প্রথম অলিম্পিক গেমসে প্রাচীন গ্রীস শুধু পুরুষদের অলিম্পিক গেমসে অংশ নিতে দিতে রাজী। দ্বিতীয় অলিম্পিক গেমস প্যারিসের বিশ্ব মেলার এক অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, স্বাগতিক ফ্রান্স প্রথমে নারী ক্রীড়াবিদদেরকে অলিম্পিক গেমসে পাঠায়। তখন নারী অলিম্পিক গেমসে অংশ নেয়া নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক সাংগঠনিক কমিটিতে বিতর্ক সৃষ্টি হয়। ফ্রান্স স্বাগতিক ছিলো, সেজন্য আন্তর্জাতিক অলিম্পিক সাংগঠনিক কমিটি এর বিরোধিতা করলেও, নারীদের অংশগ্রহণকে আর্টকাতে পারে নি। তারপর, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র আলাদা আলাদাভাবে নারী ক্রীড়াবিদদেরকে পাঠায়। মোট ১৯জন নারী ক্রীড়াবিদ যেবারকার অলিম্পিক গেমসে অংশ নেন। যদিও আন্তর্জাতিক অলিম্পিক সাংগঠনিক কমিটি রাজী ছিলো না, কিন্তু তাঁরা টেনিস ও গল্ফ প্রতিযোগিতায় অংশ নেন, এটা অলিম্পিক গেমসের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা।
১৯০০ সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় অলিম্পিক গেমসে মার্কিন ক্রীড়াবিদ শার্লোত্ত কোপার নারীদের টেনিসের একক দফায় চ্যাম্পিয়ন হন, তিনি বিশ্বে প্রথম অলিম্পিক গেমসের নারী চ্যাম্পিয়ন হন। তারপর, তিনি রেজিনাল্ডের সঙ্গে মিশ্র দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন।
|