v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-20 20:42:45    
ওয়েন চিয়াপাও কঙ্গোর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন

cri

    ১৯ জুন বিকেলে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ব্রাজাভিলে গণপ্রজাতন্ত্রী কঙ্গোঁর প্রেসিডেন্ট ডেনিস সাসো নগুয়েসোর ও প্রধানমন্ত্রী লসিডর মভৌবার সঙ্গে আলাদা আলাদাভাবে সাক্ষাত্ করেছেন ।

    ওয়েন চিয়াপাও বলেছেন, চীন দু'দেশের সম্পর্কের স্থায়ী উন্নয়নে গুরুত্ব দেয় এবং কঙ্গোঁর সঙ্গে মিলিত প্রচেষ্টা চালিয়ে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বাস্তব সহযোগিতা ত্বরান্বিত করতে ইচ্ছুক । চীন আশা করে , দু'পক্ষ দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ জোরদার করবে, সরকারী ত্রাণ ও শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা চালু করার পদ্ধতি নিয়ে আলোচনা করবে এবং সাংস্কৃতিক আদান -প্রদান চালাবে ।

    সাসো নগুয়েসো বলেছেন, চীনের সঙ্গে কৌশলগত অংশীদারী সম্পর্ক প্রতিষ্ঠা করা হচ্ছে কঙ্গোঁর অবশ্যই বাছাই । কারণ দু'দেশ ঐতিহ্যিক মৈত্রী বহন করার সঙ্গে সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রশ্নে একই মতাধিষ্ঠানও পোষণ করেছে । কঙ্গোঁ চীনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরো গভীর করতে এবং জাতিসংঘ ইত্যাদি বহুপাক্ষিক সংস্থায়, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রশ্নে দু'পক্ষের সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ।

    লসিডর মভৌবার সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেছেন, চীন ও কঙ্গোঁ অর্থনীতিতে পরস্পরের পরিপূরক বিরাট উপাদান আছে এবং দু'দেশের সহযোগিতার সুযোগ বেশি । চীন পক্ষ চীনের শিল্পপ্রতিষ্ঠানকে কঙ্গোঁতে পুঁজি বিনিয়োগ করতে উত্সাহিত করে এবং তাদের প্রতি অব্যাহতভাবে সহযোগিতা উন্নত করার তাগিদ দেয় ,যত বেশি সম্ভব সাধারণ কর্তব্যে অংশগ্রহণ ,স্থানীয় পরিবেশ সুরক্ষায় উত্সাহ দেয়,যাতে পারস্পরিক উপকারিতা ও অভিন্ন স্বার্থ বাস্তবায়ন করা যায় ।

    মভৌবা বলেছেন, কঙ্গোঁ চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় , সক্রিয়ভাবে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তি বাস্তবায়ন করবে । তিনি কঙ্গোঁ সরকার একচীন নীতি মেনে চলা এবং যে কোনো ধরনের "স্বাধীন তাইওয়ান তত্পরতার" বিরোধিতা করার কথা আরেকবার ঘোষণা করেছেন ।