চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া স্যুয়েন ২০ জুন পেইচিংয়ে এই মত প্রকাশ করেছেন যে , চীন আগের মতো ভবিষ্যতেও চীন-আফ্রিকা বন্ধুত্বে অটল থাকবে , দুপক্ষের সম্পর্ক সম্প্রসারিত করবে , আফ্রিকার ব্যাপক দেশগুলোর সঙ্গে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে ঐতিহ্যিক বন্ধুত্ব আরো গভীরে এগিয়ে নিয়ে যাবে , পারস্পরিক উপকারিতা ও সহযোগিতা চালাবে এবং নিরন্তরভাবে দুপক্ষের বন্ধুত্বের নতুন পরিস্থিতি গড়ে তুলবে ।
চীন সফররত আফ্রিকার উচ্চপদস্থ কূটনীতিবিদদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় থাং চিয়া স্যুয়েন এ কথা বলেছেন । তিনি বলেছেন , আফ্রিকান দেশগুলোর সঙ্গে ঐক্য ও সহযোগিতা জোরদার করা চীনের স্বাধীন , স্বতন্ত্র ও শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু । তিনি বলেছেন , অনুষ্ঠিতব্য চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষসম্মেলন চীন-আফ্রিকার সম্পর্কের ইতিহাসের একটি সুগভীর তাত্পর্যপূর্ণ সম্মেলন । সম্মেলনের সফলতা নিশ্চিত করার জন্য চীন আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টা চালাতে ইচ্ছুক ।
|