চীনের ছিংহাই-তিব্বত রেলপথের শেষ রেল স্টেশন-লাসা রেল স্টেশনের নির্মাণকাজ ২০ জুন সম্পন্ন হয়েছে ।
লাসা রেল স্টেশন ছিংহাই-তিব্বত রেলপথের বৃহত্তম রেল স্টেশন , এটাও এই রেলপথের অন্যতম চিহ্নমূলক প্রকল্প । সমুদ্র সমতলের তুলনায় ৩ হাজার ৬ শো কিলোমিটারেরও বেশি উঁচুতে অবস্থিত এই রেল স্টেশনও এমন একটি রেল স্টেশন , যার মাধ্যমে ছিংহাই-তিব্বত রেলপথের বৃহত্তম মাল ও যাত্রীবাহী পরিসেবা বহন করা হবে । এখন রেল স্টেশনের মহাচত্বর , প্ল্যাটফর্মআর সরঞ্জাম বসানো ইত্যাদি নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে ।
প্রায় ২ হাজার কিলোমিটার দীর্ঘ ছিংহাই-তিব্বত রেলপথ ' বিশ্বের ছাদ' বলে পরিচিত ছিংহাই-তিব্বত মালভূমিতে নির্মাণ করা হয়েছে । এই রেলপথ এবছরের ১ জুলাই পরীক্ষামূলকভাবে চালু হবে বলে আশা করা যাচ্ছে ।
উল্লেখ যে , আশেপাশের পরিবেশ সুরক্ষা করার জন্য এই রেল স্টেশনে যথাসম্ভব স্থানীয় অফুরন্ত ও দূষণমুক্ত সৌর শক্তি কাজে লাগানো হবে ।
|