চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাদাম চিয়াং ইয়্যু ২০ জুন পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , চিন আশা করে যে , সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ কোরিয়া উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার অনুকূলে বেশি কাজ করবে ।
উত্তর কোরিয়া সম্ভবতঃ পরীক্ষামূলকভাবে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করবে বলে যে খবরাখবর বেরিয়েছে , সে সম্বন্ধে সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে চিয়াং ইয়্যু বলেছেন , চীন উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপনাস্ত্রের পরীক্ষা সম্পর্কিত খবরাখবর লক্ষ্য করেছে । এ পর্যন্ত আমরা এ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাই নি । বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করি , সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ উত্তেজনাসংকুল পরিস্থিতির প্রশমন আর এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার অনুকূলে বেশি কাজ করতে পারবে ।
সম্প্রতি জাপান আর দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে , উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে ।
|