চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ২০ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও জুলাই মাসে সেন্ট পিটারসবুর্গে অনুষ্ঠিত আট রাষ্ট্র গোষ্ঠী আর উন্নয়নমুখী দেশগুলোর সংলাপ সম্মেলনে উপস্থিত থাকবেন।
চিয়াং ইয়ু বলেছেন, এবারকার সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে শক্তিসম্পদের নিরাপত্তা, মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ , শিক্ষা এবং আফ্রিকার বিকাশ ইত্যাদি। চীন আশা করে, এবারকার সংলাপে সমতা, পারস্পরিক উপকারিতা, ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ছোটখাটো মতপার্থক্য উপেক্ষা করা, সক্রিয় ও বাস্তব সহযোগিতা করে সকলের লাভের ভিত্তিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ত্বরান্বিত করতে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।
তিনি বলেছেন, আট রাষ্ট্র গোষ্ঠী প্রধান শিল্পোন্নত দেশের সমন্বয় ব্যবস্থা হিসেবে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীন আর আট রাষ্ট্র গোষ্ঠী উভয় আন্তর্জাতিক সমাজের গুরুত্বপূর্ণ সদস্য। চীন এখনো উন্নয়নমুখী দেশ। চীন শিল্পোন্নত দেশ আর উন্নয়নমুখীদেশের সম সহযোগিতামূলক অংশীদার হয়ে মিলিতভাবে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করাকে সমর্থন করে।
চিয়াং ইয়ু বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন আর আট রাষ্ট্র গোষ্ঠীর যোগাযোগ আগের চেয়ে কিছুটা বেড়েছে। আমরা আট রাষ্ট্র গোষ্ঠীর সঙ্গে সংলাপ এবং সহযোগিতা জোরদার করতে চাই। এটা কেবল দু'পক্ষের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ তা নয়, বরং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্যেও হিতকর।
|