১৯ জুন বিকেলে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ব্রাজাভিলে গণপ্রজাতন্ত্রী কঙ্গোঁর প্রেসিডেন্ট ডেনিস সাসো নগুয়েসোর সঙ্গে বৈঠক করেছেন, দু'পক্ষ দু'দেশের কৌশলগত অংশীদারী সম্পর্কের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেছে ।
ওয়েন চিয়াপাও বলেছেন, চীন দু'দেশের সম্পর্কের স্থায়ী উন্নয়নে গুরুত্ব দেয় এবং কঙ্গোঁর সঙ্গে মিলিত প্রচেষ্টা চালিয়ে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বাস্তব সহযোগিতা ত্বরান্বিত করতে ইচ্ছুক । চীন আশা করে , দু'পক্ষ দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ জোরদার করবে, সরকারী ত্রাণ ও শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা চালু করার পদ্ধতি নিয়ে আলোচনা করবে এবং সাংস্কৃতিক আদান -প্রদান চালাবে ।
সাসো নগুয়েসো বলেছেন, চীনের সঙ্গে কৌশলগত অংশীদারী সম্পর্ক প্রতিষ্ঠা করা হচ্ছে কঙ্গোঁর অবশ্যই বাছাই । কারণ দু'দেশ ঐতিহ্যিক মৈত্রী বহন করার সঙ্গে সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রশ্নে একই মতাধিষ্ঠানও পোষণ করেছে । কঙ্গোঁ চীনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরো গভীর করতে এবং জাতিসংঘ ইত্যাদি বহুপাক্ষিক সংস্থায়, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রশ্নে দু'পক্ষের সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ।
তাছাড়া, দু'পক্ষ আফ্রিকার পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছে ।
|