জাপানের প্রধানমন্ত্রী জুনিছিরো কোইজুমি ২০ জুন বলেছেন ইরাক থেকে জাপানের সৈন্য প্রত্যাহার করা হচ্ছে।
তিনি আরো বলেছেন, জাপানের স্থল সেনা দল ইরাক থেকে সরে যাওয়ার পর, ইরাকে জাপানের কুয়েত ঘাঁটি প্রধান বিমান সেনাদলের আওতা সম্প্রসারণ করবে। ইরাকে মার্কিন সৈন্য , জাতিসংঘের কর্মকর্তা এবং সরঞ্জামপাঠানোর কর্তব্য বেশি হবে।
জানা গেছে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নুকাগা ফুকুশিরো ২০ জুন বিকালে ইরাকের আত্মরক্ষা দলের প্রত্যাহারের নির্দেশ জানিয়েছেন।
|