১৯ জুন বিকালে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও কঙ্গোর রাজধানী ব্রাজাভিল পৌঁছে তাঁর কঙ্গো সফর শুরু করেছেন । বিমানবন্দরে ওয়েন চিয়া পাও তাঁর দেয়া লিখিত ভাষণে বলেছেন , তিনি আশা করেন তাঁর এবারকার সফর দু'দেশের পারস্পরিক উপলব্ধি আরো বাড়াতে এবং আর্থ-বাণিজ্যিক সহযোগিতার আরও প্রসারে সহায়ক হবে।
তিনি একইদিন সঙ্গোর প্রেসিডেন্ট দেনিস সাসো এনগেসোর সঙ্গে বৈঠক করেছেন । বৈঠক শেষে ওয়েন চিয়াপাও তথ্য মাধ্যমকে বলেছেন , চীন আফ্রিকাকে অর্থ ও প্রযুক্তিগত সাহায্য দিয়েছে । চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং উন্নয়নশীল দেশ ও আফ্রিকার সহযোগিতার উন্নয়নের ওপর গুরুত্ব দেয় । চীন আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা জোরদার করবে ।
ওয়েন চিয়া পাও আরেক বার ঘোষণা করেছেন যে , দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ও আফ্রিকার সহযোগিতায় চীনের ব্যক্তি স্বার্থ নেই , চীন বরাবরই সমতা ও পারস্পরিক উপকারিতা এবং অন্য দেশের অভ্যন্তরিন ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে । তা ছাড়া , তিনি ঘোষণা করেছেন , চীন দারফুরে আফ্রিকান ইউনিয়নের শান্তি রক্ষী তত্পরতার জন্য ১০ লাখ মার্কিন ডলার নগদ সাহায্য দেবে এবং দারফুর অঞ্চলে দু'কোটি রেন মিন বির মানবতাবাদী সাহায্য দেবে ।
|