জাতিসংঘের পরিবর্তী মহাসচিব পদপ্রার্থী, বর্তমানে জাতিসংঘের উপ-মহাসচিব ভারতীয় নাগরিক শশী থারুর ১৯ জুন নয়াদিল্লীতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
অর্ধ ঘন্টার সাক্ষাত্কালে থারুর ও সিং থারুরের নির্বাচন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের পর থারুর তথ্য মাধ্যমকে জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব নির্বাচনে ভারতের কৌশলগত অবস্থান হচ্ছে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যদেশের অধিকাংশ দেশ তাঁকে সমর্থন দেবে। এর সঙ্গে সঙ্গে ৫টি স্থায়ী সদস্যদেশের সবকাটই সমর্থন দেবে। তিনি নির্বাচনে বিজয়ী হবেন বলে আস্থা প্রকাশ করেছেন।
গত সপ্তাহে ভারত আনুষ্ঠানিকভাবে থারুরকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদপ্রার্থী মনোনীত করেছে। থারুর জাতিসংঘে ২৮ বছর কাজ করেছেন এবং জাতিসংঘের প্রচার ও গণ-উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত উপ-মহাসচিব পদে নিয়োজিত রয়েছে ।
|