১৯ জুন হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন স্বশাসন সরকার ৯০ হাজার সরকারী কর্মকর্তাকে বেতন দিতে শুরু করেছে।
একই দিন ফিলিস্তিনের অর্থমন্ত্রী ওমার আব্দেল রাজেক বলেন, সরকার এ সব কর্মকর্তাকে মাথাপিছু ৩শ' মার্কিন ডলারের বেতন দেবে।
জানা গেছে, এ সব কর্মকর্তাদের মাসিক বেতন ২ হাজার শেকেল বা ৪৩০ মার্কিন ডলারের কম। চলতি মাসের প্রথম দিকে ফিলিস্তিন স্বশাসন সরকার দেড় হাজার শেকেলের কম মাসিক বেতনভোগী সরকারী কর্মকর্তাদের এক মাসের বেতন দিয়েছে। দু'হাজার শেকেল মাসিক বেতন ভোগী অন্য প্রায় ৫০ হাজার সরকারী কর্মকর্তাদের বেতন সরকার কবে দেবে তা এখনও জানা যায় নি।
|