চীন অব্যাহতভাবে মুদ্রার বিনিময় হার ব্যবস্থাপনা পূর্ণাঙ্গকরে তুলবে , বাজারের সরবরাহ ও চাহিদা রেন মিন পির বিনিময় হার নির্ধারণে ভূমিকা পালন করবে এবং রেন মিন পির বিনিময় হারের মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকবে ।
সম্প্রতি চীনের কেন্দ্রীয় ব্যাংক-চীন গণ ব্যাংকের একটি অধিবেশন সূত্রে এ কথা বলা হয়েছে ।
অধিবেশনে বলা হয়েছে , চীনকে অব্যাহতভাবে স্থিতিশীল মুদ্রা নীতি পালন করতে হবে , আর্থিক জরীপ ও নিয়ন্ত্রণের সামর্থ্য বাড়াতে হবে এবং মুদ্রা ও ঋণ দানের অতিরিক্ত প্রবৃদ্ধি আয়ত্তে আনতে হবে ।
অধিবেশনে আরো জোরালোভাবে উল্লেখ করা হয়েছে যে , দেশের অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারিত করার সঙ্গে সঙ্গে সক্রিয়ভাবে শিল্পের কাঠামো আর আন্তর্জাতিক বাণিজ্যিক কাঠামোর পুনর্গঠনও ত্বরান্বিত করতে হবে ।
|