বর্তমানে উত্তর-পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশ আর অন্তঃমঙ্গোলিয়ার উত্তর-পূর্বাংশের উন্মুক্ত বন্দরগুলোকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে রেলপথ , সড়ক , নৌ-পরিবহন আর বিমান চলাচলভিত্তিক চীনের পরিবহনের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে ।
১৮ জুন চীন-রাশিয়া সীমান্ত অঞ্চলের পরিবহনের সহযোগিতা বিষয়ক সেমিনার সূত্রে জানা গেছে , বর্তমানে রাশিয়ার সঙ্গে উত্তর-পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের রেল পরিবহনের দৈর্ঘ্য ৪ হাজার কিলোমিটারের্ বেশি আর নৌ-পরিবহনের দৈর্ঘ্য ৩ হাজার কিলোমিটারেরও বেশি হয়েছে । রাশিয়ার সঙ্গে চীনের ১২টি আন্তর্জাতিক বিমান চলাচল লাইন চালু হয়েছে । চীন-রাশিয়া সীমান্ত সড়ক পরিবহনের ক্ষেত্রে হারবিন-ছিছিহার-মাঞ্চুরিয়া ইত্যাদি ৪টি মহাসড়ক চালু হয়েছে । এই ৪টি মহাসড়কের মাধ্যমে যেমন চীন-রাশিয়া আর্থ-বাণিজ্যিক পথ, তেমনি গোটা উত্তর-পূর্ব এশিয়ামুখী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক পথ উন্মুক্ত হয়েছে ।
|