চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৯ জুন পেইচিংয়ে সফররত আফগানিস্তানের প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন । দুপক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সম্প্রসারিত করা এবং দুপক্ষের অভিন্ন স্বার্থ-জড়িত আন্তর্জাতিক আর আঞ্চলিক বিষয়ে গভীরভাবে মত বিনিময় করেছে ।
বৈঠকের আগে হু চিন থাও কারজাইয়ের সম্মানে একটি মনোজ্ঞ অভ্যর্থনানুষ্ঠানের আয়োজন করেছেন ।
বৈঠকে হু চিন থাও বলেছেন , বর্তমানে দুদেশের সম্পর্ক একটি নতুন বিকাশের পর্যায়ে উন্নীত হয়েছে । প্রেসিডেন্ট কারজাইয়ের এবারকার সফর পারস্পরিক উপলব্ধি ও বন্ধুত্ব বাড়াতে এবং দুদেশের সুপ্রতিবেশীসূলভ , বন্ধুত্বপূর্ণ আর সহযোগিতামূলক সম্পর্কের সার্বিক ও গভীর বিকাশ ত্বরান্বিত করতে সহায়তা করবে । কারজাই বলেছেন , বর্তমানে দেশের পারস্পরিক আস্থা গভীর হচ্ছে আর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিরন্তর জোরদার হচ্ছে । দীর্ঘকাল ধরে আফগানিস্তানকে চীন যে সাহায্য দান করে , তার জন্য আফগানিস্তান ধন্যবাদ জানায় ।
|