চীন সফররত আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ১৯ জুন পেইচিংয়ে বলেছেন , আফগানিস্তানে সড়ক , বিদ্যালয় , হাসপাতাল , আবাসিক এলাকা , কারখানা এবং মানুষের জীবনধারার সঙ্গে সম্পর্কিত বহু ক্ষেত্রে যে পুনর্গঠন করা হবে , তাতে চীনের শিল্প প্রতিষ্ঠানের জন্য ব্যাপক বাণিজ্যিক সুযোগ যোগানো হবে ।
কারজাই চীন-আফগানিস্তান বাণিজ্যিক সেমিনারে ভাষণ দেয়ার সময় বলেছেন , আফগানিস্তান এমন একটি বাজার , যেখানে বাজারের আওতা আর আকার ক্রমাগত বাড়ছে । আফগানিস্তানের পুনর্গঠনের প্রক্রিয়া কমপক্ষে ২০ থেকে ৩০ বছর স্থায়ী হবে ।
তিনি বলেছেন , এই অঞ্চলের আমদানি আর রফতানির বিকাশ আরো ত্বরান্বিত করার জন্য আফগানিস্তান চীনের সঙ্গে সংলগ্ন প্রত্যক্ষ স্থল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে । আশা করি , ভবিষ্যতে আফগানিস্তান চীন ও ইরানসহ অন্যান্য মধ্য এশীয় দেশগুলোর ঘনিষ্ঠতম সহযোগিতার অংশীদারে পরিণত হবে ।
|