চীনের রাষ্ট্রীয় পরিষদের কাউন্সিলার,প্রতিরক্ষামন্ত্রী ছাও কাংছুয়ান ১৯ জুন পেইচিংয়ে বলেছেন, চীন আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূভাগের অখন্ডতা এবং আফগানদের স্বাধীনভাবে উন্নয়নের পথ বাছাই করাকে সম্মান করে এবং সক্রিয়ভাবে আফগানিস্তানের পুনর্গঠনকাজে অংশগ্রহণ করতে ইচ্ছুক ।
তিনি আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আব্দুররহিম ওয়ার্দাকের সঙ্গে সাক্ষাত্কালে এই কথা বলেছেন ।
তিনি বলেছেন, চীন ও আফগানিস্তান হচ্ছে প্রতিবেশী, দু'দেশের জনগণের মৈত্রী সুদীর্ঘ । বর্তমানে দু'দেশের সম্পর্কের উন্নয়ন সুষ্ঠু হচ্ছে । চীন দু'দেশের সেনাবাহিনীর সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দেয় , ভবিষ্যতে দু'দেশের সেনাবাহিনীর সম্পর্কের উচ্চ পর্যায়ের অগ্রগতি অর্জন করার জন্যে অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবে ।
ওয়ার্দাক বলেছেন, আফগানিস্তানের সরকার ও বাহিনী চীনের জোর সমর্থনের জন্য ধন্যবাদ জানায় । আফগানিস্তান চীনকে আস্থামূলক প্রতিবেশী ও অংশীদার হিসেবে দেখে এবং চীনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ,যাতে দু'দেশের সেনাবাহিনীর সম্পর্ক আরো উন্নত করা যায় ।
|