v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-19 18:27:18    
১৯ জুন

cri
    দক্ষিণ আফ্রিকায় সংঘটিত দাঙ্গাহাঙ্গামাতে ১৭৬ জন নিহত , ১২২৮ জন আহত হয়

    ১৯৭৬ সালের ১৯ জুন দক্ষিণ আফ্রিকায় জনতা আর পুলিশের মধ্যে বিরাটাকারের সংঘর্ষ ঘটে। এতে কমপক্ষে ১৭৬ জন নিহত আর ১২২৮ জন আহত হয়।

    প্রথম মহিলা সম্মেলন মেক্সিকোতে অনুষ্ঠিত

    ১৯৭৫ সালের ১৬ জুন থেকে ২ জুলাই পযর্ন্ত বিশ্বের প্রথম মহিলা সম্মেলন মেক্মিকোতে অনুষ্ঠিত হয়। জাতি সংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর এটা ছিল প্রথম আন্তর্জাতিক সম্মেলন যাতে মহিলা ইস্যু নিয়ে আলোচনা হয়। অধিবেশনে ' মহিলা বর্ষের লক্ষ্য বাস্তবায়নের জন্যে প্রণীত কার্যক্রম ' অনুমোদিত হয়। এই অধিবেশনের প্রস্তাব অনুযায়ী, দ্বিতীয় আর তৃতীয় বিশ্ব মহিলা অধিবেশন যথোচিত সময় কোপেনহেগনে আর নাইরোবিতে অনুষ্ঠিত হয়। ১৯৯৫ সালে চতুর্থ বিশ্ব মহিলা অধিবেশন চীনের রাজধানী পেইচিংএ অনুষ্ঠিত হয়।

    কুওয়েত স্বাধীন হয়

    দ্বিতীয় মহা যুদ্ধের পর , জাতীয় স্বাধীনতা অর্জনের জন্য কুওয়েতের জনগণ সংগ্রাম চালায়। ১৯৬১ সালের ১৯ জুন ব্রিটেন১৮৯৯ সালের 'কুওয়েত-ব্রিটেন চুক্তি' বাতিল করতে বাধ্য হয় এবং কুওয়েতের স্বাধীনতার স্বীকৃতি দেয়। ১৯৬৩ সালের মে মাসে কুওয়েত জাতি সংঘে যোগ দেয়।

    হংকং য়ে ধর্মঘট ঘটে

    ১৯২৫ সালের ১৯ জুন হংকংয়ের , কারখানার শ্রমিকরা রাস্তায় বের হয়ে ধর্মঘট পালন করল। এর পর বিভিন্ন মহলের কর্মচারীরা তাদের পদাংক অনুসরণ করে ধমর্ঘটে যোগ দেন।

    স্পেন আর ব্রিটেন যৌথভাবে ফ্রান্সের উপর আক্রমণ করে

    ১৫২২ সালের ১৯ জুন ফ্রান্স দমন করার জন্যে স্পেন আর ব্রিটেন যৌথভাবে ফ্রান্সের উপর আক্রমণ করে।

    যুক্তরাষ্ট্র জাতি সংঘকে আণবিক অস্ত্র নিয়ন্ত্রণের দাবি জানায়

    ১৯৪৬ সালের ১৯ জুন মার্কিন রাজনীতিবিদ বালুক একটি ভাষণে জাতি সংঘকে ' বিশ্বের শান্তি অথবা ধ্বংস' বাছাই করতে তাগিদ দেন। যুক্তরাষ্ট্র প্রস্তাব উত্থাপন করে যে, যদি জাতি সংঘ আণবিক অস্ত্রের উন্নয়নের পরিকল্পনা নিয়ন্ত্রণ করে এবং আণবিক অস্ত্রের গবেষণা শান্তির লক্ষ্যে সীমিত করে তাহলে যুক্তরাষ্ট্র তার আণবিক অস্ত্রের সঙ্গে জড়িত গোপনীয়তা প্রকাশ করবে। কিন্তু যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শর্ত হল , কোনো দেশ এই ব্যাপারে ভেটোর ক্ষমতা ব্যবহার করতে পারবে না।

    আরব সংসদের সংঘ প্রতিষ্ঠিত

    ১৯৭৪ সালের ১৯ থেকে ২১ জুন পযর্ন্ত দামাস্কাসে আয়োজিত আরব সংসদীয় সংঘের আইন প্রণয়ন অধিবেশনে আলজেরিয়া, সংযুক্তআরব আমিরাতের প্রতিনিধিরা আরব সংসদীয় সংঘ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। আরব দেশগুলোর মধ্যকার সফর বিনিময় আর আদান-প্রদান জোরদার করা এই সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য।