১৮ জুন বুরুনডি সরকার ও সরকার বিরোধী সশস্ত্র গ্রুপ জাতীয় মুক্তি বাহিনী (" এফএনএল" ) তানজানিয়ার রাজধানি দার এস সালামে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষর করেছে।
বুরুনডি র প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজা বলেছেন, সরকার পক্ষ এই চুক্তির নিয়ম পালন করবে এবং আশা করে যে আন্তর্জাতিক সমাজ বুরুনডির যুদ্ধোত্তর পুণর্গঠন ও জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার সাহায্য করবে। সরকার বিরোধী এফএনএল নেতা আগাটোন লোওয়াসা বলেছেন, সংঘর্ষে বুরুনডির অর্থনীতি খারাপ হয়েছে , বিভিন্ন পক্ষ মিলিতভাবে দেশকে আবার পুনর্গঠন করবে।
মধ্যস্থতাকারী তানজানিয়া ও দক্ষিণ আফ্রিকা হচ্ছে আলোচনার মধ্যস্থতাকারী দেশ । জাতিসংঘ, আফ্রিকা লীগ ও বেশ কিছু দেশের সরকারি প্রতিনিধি ও কূটনীতিক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।
|