চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ব ব্যুরো সূত্রে জানা গেছে, চীনের পেটেন্ট দরখাস্ত করার সংখ্যা বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে।
তবে বিশ্বের উন্নত দেশগুলোর মাথা পিছু মানের তুলনায় ব্যাপক পার্থক্য রয়েছে। চীনের প্যাটেন্ট দরখাস্তের মধ্যে দেশের বাইরে থেকে এসেছে প্রায় ৫০ শতাংশ । টেলিযোগাযোগ , বেতার যোগাযোগ ইত্যাদি নতুন উচ্চ প্রযুক্তি ক্ষেত্রে দেশের বাইরে থেকে আসা পেটেন্ট দরখাস্তের ৯০ শতাংশেরও বেশি।
চীনের দেশের মধ্যকার পেটেন্ট দরখাস্ত ঐতিহ্যিক ওষুধপত্র, পানীয়,খাদ্য ইত্যাদি ক্ষেত্রে কেন্দ্রীভূত । তবে দেশের বাইরে থেকে আসা পেটেন্ট দরখাস্ত নতুন উচ্চ প্রযুক্তি ক্ষেত্রে কেন্দ্রীভূত।
|