v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-19 16:15:51    
১২---১৯ জুন, ২০০৬

cri
চীনের আশাঃ ভারতে চীনের শিল্পপ্রতিষ্ঠানের বাণিজ্যিক তত্পরতার জন্যে ভারত সুষম পরিবেশ সৃষ্টি করবে

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ছুংছুয়েন ১৫ জুন পেইচিংয়ে বলেছেন , নিরাপত্তার অজুহাতে ভারতের বেসামরিক বিমানবন্দরের নির্মাণকাজে চীনা কোম্পানির অংশগ্রহণের ওপর ভারতের সংশ্লিষ্ট বিভাগ নিষিধাজ্ঞা আরোপ করেছে চীনের কাছে তা বোধগম্য নয়। ভারত সংশ্লিষ্ট আচরণ ও নীতি পরিবর্তন করে ভারতে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থ-বাণিজ্যিক তত্পরতার জন্যে সুষম ও ন্যায্য পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি আশা করেন ।

ছুংছুয়েন বলেছেন , ভারতের আচরণ শুধু চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর ভারতের বাজার সুগম করার আন্তরিকতা ও আস্থার উপর প্রভাব বিস্তার ফেলেনি বরং ভারতের শিল্প-বাণিজ্য মহলের স্বার্থের ক্ষতিসাধনও করেছে । তিনি বলেছেন , সাম্প্রতিক কয়েক বছরে চীন ও ভারতের রাজনৈতিক ও আর্থ-বাণিজ্যিক সম্পর্ক সুষ্ঠুভাবে বিকাশ লাভ করেছে, এ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা যাচ্ছে ।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীঃ ভারত-চীনের কৌশলগত সহযোগিতা জোরদার হচ্ছে

ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রনব মুখার্জী ১৩ জুন নয়া দিল্লীতে বলেছেন, ভারত ও চীন একে অপরকে হুমকি হিসাবে দেখে না বরং দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের কৌশলগত সহযোগিতা জোরদার হচ্ছে।

একই দিনে মুখার্জী সংবাদ মাধ্যমকে বলেছেন, এশিয়ায় ভারত ও চীনের উন্নয়নের জন্য যথেষ্ট কৌশলগত সহযোগিতার সুযোগ আছে। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা এবং শান্তিপূর্ণ সহাবস্থানে দু'দেশ একমত হয়েছে। তিনি বলেছেন, দুপক্ষের মতভেদ নিয়ে চালানো সংলাপ সুষ্ঠুভাবে চলছে। মুখার্জী বলেছেন, গত ২৮ মে থেকে ১লা জুন পর্যন্ত তার চীন সফরকালে দু'দেশ একমত হয়েছে যে দুপক্ষ সন্ত্রাস দমনে সহযোগিতা জোরদার করবে।

তিনি আরো বলেছেন, যদি ভারত-মার্কিন বেসামরিক পারমাণবিক প্রযুক্তি সহযোগিতা প্রস্তাব মার্কিন সংসদের অনুমোদন পায়, তাহলে এ প্রসঙ্গে ভারত চীনের সঙ্গে যোগাযোগ রাখবে।

চীন -ভারত নাটু লাপাস সীমান্ত বাজার পুনঃউন্মুক্ত হবে

চীন আর ভারত গত ৪০ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা চীনের তিব্বত আর ভারতের সংগে সংলগ্ন নাটু লাপাস সীমান্ত বাজার পুনঃ উন্মুক্ত করার কথা বিবেচনা করছে । এই বিষয়ে চীনের সংগে আলোচনারত ভারতের একটি বাণিজ্য প্রতিনিধি- দল তিব্বত স্বায়ত্ত শাসিত অঞ্চলের রাজধানী লাসা পৌঁছেছে । স্বায়ত্ত শাসিত অঞ্চলের চেয়ারম্যান ছিয়াংপা পুনকোক একই দিন সন্ধ্যায় প্রতিনিধি দলের সংগে সাক্ষাত্ করেছেন ।

তিনি বলেছেন , গত কয়েক বছরে তিব্বত স্বায়ত্ত- শাসিত অঞ্চলে অর্থনীতি দ্রুত বিকশিত হয়েছে । গত ৫ বছরে জি ডি পির বার্ষিক গড়পড়তা বৃদ্ধি হার ১২ শতাংশ ছাড়িয়ে গেছে । তা চীনের গড়পড়তা মানের চেয়ে বেশি । তিনি বলেছেন , চীন ভারতের সংগে আর্থ-বাণিজ্যিক সম্পর্কের ওপর ব্যাপক গুরুত্ব দেয় এবং দুদেশের সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী নাটু লাপাস সীমান্ত বাজার যথাশীঘ্র পুনঃউন্মুক্ত করার জন্য বেশ কিছু প্রস্তুতি নিয়েছে ।

পাকিস্তান-চীন সীমান্তে সড়কপথে প্রথম যাত্রিবাহী পরিবহন চালু

উত্তর পাকিস্তানের গিলগিত থেকে চীনের সিনচিয়াংয়ের কাশি পর্যন্ত স্থায়ী সড়ক পথের যাত্রিবাহী লাইন ১৫ জুন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । এটা পাকিস্তান ও চীনের মধ্যে চালু প্রথম যাত্রিবাহী লাইন ।

পাকিস্তানের সংবাদ মাধ্যমেরখবরে প্রকাশ, পরিবহনমন্ত্রী শামিম সিদ্দিকি ও উত্তর পাকিস্তান অঞ্চলের প্রশাসক তাহির ইকবাল গিলগিত শহরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । উত্তর পাকিস্তানের আঞ্চলিক প্রশাসনেরপ্রতিনিধি, পাকিস্তানের শিল্প-বাণিজ্য সমিতির প্রতিনিধি ও তথ্যমাধ্যমের প্রতিনিধিরা সহ মোট ১৮জন প্রথম বাসে করে কাশিতে যান ।

জানা গেছে , দিনে একবার করে যাত্রিবাহীবাস আসা যাওয়া করবে । গোটা পথ অতিক্রম করতে ১৪ ঘন্টা লাগে । একবার আসতে বা যেতে ৪৩ মার্কিন ডলার লাগে এবং প্রতিটি যাত্রী ২০ কেজি মালপত্র সঙ্গে নিয়ে যেতে পারেন ।

ভারত "পারমাণবিক সন্ত্রাসদমন সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি" স্বাক্ষর করবে

১৬ জুন ভারতের মন্ত্রিসভা যত তাড়াতাড়ি সম্ভব জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত "পারমাণবিক সন্ত্রাসদমন সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি" স্বাক্ষর করার বিষয় নিয়ে একমত হয়েছে ।

১৭ জুন ভারতের হেরাল্ড পত্রিকায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রনব মুখার্জীর উদ্ধৃতি দিয়ে বলেছে, এই চুক্তি আইনি ক্ষেত্রে সন্ত্রাসদমনের আন্তর্জাতিক কাঠামো জোরদার করেছে । ভারত এই চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে প্রমাণ করেছে যে, ভারত হচ্ছে সন্ত্রাসের ওপর আঘাত হানা আন্তর্জাতিক সমাজের একটি দায়িত্বশীল সহযোগিতামূলক অংশীদার ।

"পারমাণবিক সন্ত্রাসদমন সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি"২০০৫ সালের ৫৯তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত হয়েছে । চুক্তিতে বিভিন্ন দেশের সরকারের প্রতি এই চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইন প্রণয়ন করার তাগিদ দেয়া হয়েছে ,যাতে সন্ত্রাসী তত্পরতা সৃষ্টিকারী,অংশগ্রহণকারী ও পরিকল্পনাকারীদের শাস্তি দেয়া যায় । চুক্তিতে বিভিন্ন দেশের প্রতি পারমাণবিক সন্ত্রাসী তত্পরতার ওপর আঘাত হানার জন্যে তথ্য যোগাযোগ এবং স্বদেশের তেজস্ক্রিয় বস্তুর তত্ত্বাবধান জোরদার করার তাগিদ দেয়া হয়েছে।

শশী থারুর জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদপ্রার্থী মনোনীত

১৫ জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ভারত আনুষ্ঠানিকভাবে শশি থারুরকে জাতিসংঘের পরিবর্তী মহাসচিব পদপ্রার্থী মনোনীত করেছে।

১৫ জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক জন মুখপাত্র বলেন, ভারত কূটনৈতিক উপায়ে এই বিষয় জাতিসংঘের সকল সদস্যদেশকে জানিয়েছে এবং আশা করে, সকল সদস্যদেশের সমর্থন পাবে।

বর্তমানে থারুর জাতিসংঘের উপ-মহাসচিব পদে বহাল রয়েছেন এবং জাতিসংঘের প্রচার ও গণ-উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।

নেপালের রাজা নতুন তিনজন মন্ত্রী নিযুক্ত করেছেন

১১ জুন নেপালের রাজপ্রাসাদের তথ্য বিষয়ক সচিবালয় ঘোষণা করেছে, প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার সুপারিশ অনুযায়ী রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম মন্ত্রীসভায় আরো তিনজন সদস্য নিযুক্ত করেছেন, এর মধ্যে একজন উপ প্রধানমন্ত্রী।

নেপালের পিপলস ফ্রন্টের চেয়ারম্যান আমিক শের্ছান উপ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদে নিযুক্ত হয়েছেন, নেপালের সদভাবনা পার্টির নেতা হ্নদয়েশ ট্রিপাতি শিল্প-বাণিজ্য ও সরবরাহমন্ত্রীর পদে নিযুক্ত হয়েছেন, নেপালের কংগ্রেস পার্টির নেতা জ্ঞানেন্দ্র কার্কি পানি সম্পদ বিষয়ক মন্ত্রী নিযুক্ত হয়েছেন।

এর আগে ২ মে রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার সুপারিশে সাতজনের একটি মন্ত্রীসভা অনুমোদন করেন। বর্তমানে নেপালের মন্ত্রীসভা মোট ২১জন সদস্য হয়েছে।

নেপালের প্রধানমন্ত্রীর ও সরকার বিরোধী সশস্ত্র গ্রুপের নেতার মতৈক্য

১৭ জুন শ্রীলংকা সরকারী বাহিনীর মুখপাত্র বলেছেন, একইদিন এল.টি.টি.ই সংস্থা উত্তরপশ্চিম শ্রীলংকার সমুদ্র এলাকায় সরকারী বাহিনীর ওপর হামলা চালিয়েছে, সরকারী বাহিনী প্রতিআক্রমণ করেছে, এতে এলটিটিই'র ৮টি জাহাজ বিধ্বস্ত হয়েছে এবং কমপক্ষে ২৫জন হামলাকারীকে হত্যা করা হয়েছে ।

এই মুখপাত্র আরো বলেছেন,এল.টি.টি.ই সংস্থা ১১টি জাহাজ ব্যবহার করে উত্তরপশ্চিম সমুদ্র এলাকার মান্নার দ্বীপের কাছাকাছি শ্রীলংকার নৌ বাহিনীর সামরিক জাহাজ আর একটি সমুদ্র তীরের পুলিশ স্টেশনের ওপর হামলা চালিয়েছে , শ্রীলংকার সরকারী বাহিনী প্রতিআক্রমণ করেছে । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে , শ্রীলংকার সরকারী বাহিনীর কমপক্ষে ৪ জন নৌ সৈন্য এতে প্রাণ হারিয়েছেন ।

গতবছরে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বিশ্বের অর্ধেক

১২ জুন সুইডেনের স্টোকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণালয়ের প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে , ২০০৫ সালে গোটা বিশ্বের সামরিক ব্যয় ১১১৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীতহয়ে ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ শতাংশ ।

স্টোকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণালয়ের বিশেষজ্ঞরা মনে করেন যে , আফগানিস্তান ও ইরাক যুদ্ধ বাধানো সামরিক ব্যয় বেড়ে যাওয়ার প্রধান কারণ।

বার্ষিক রিপোর্টটি অনুযায়ী ১৫টি প্রধান দেশের সামরিক ব্যয় গোটা বিশ্বের মোট ব্যয়ের ৮৪ শতাংশ হয়েছে । এর মধ্যে যুক্তরাষ্ট্র , বৃটেন , ফ্রান্স ও জাপান যথাক্রমে প্রথম, দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ স্থানের অধিকারী ।

ইতালীর সৈন্যরা ধাপে ধাপে ত্যাগ করছে, মার্কিন বাহিনী সাময়িকভাবে থেকে যাবে

১৪ জুন ইরাক থেকে ইতালির বাহিনী ধাপে ধাপে প্রত্যাহার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে, এ মাসের শেষ দিকে ইতালির প্রায় একহাজার সৈন্য ইতালিতে ফিরে যাবে।

খবরে প্রকাশ, এ মাসের শেষ দিকে ইরাকে শুধু ১.৬ হাজার ইতালিয় সৈন্য থেকে যাবে।

তাছাড়া, ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদিলেছেন, ইতালি সরকার ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে, সরকার পরিকল্পনা অনুযায়ী এ বছরের শেষ হবার আগে সকল ইতালিয় সৈন্য ইরাক ত্যাগ করবে।

একই দিন, মার্কিন প্রেসিডেন্ট বুশ আবার জোর দিয়ে বলেছেন, ইরাক থেকে খুব তাড়াতাড়ী বাহিনী প্রত্যাহার করা হচ্ছে একটি খারাপ নীতি, তাতে বিশ্ব আরো বেশি বিপদে পড়তে পারে। ইরাক সরকার আত্মরক্ষার সামর্থ্য অর্জনের আগে মার্কিন বাহিনী ইরাক ত্যাগ করবে না।

জর্দান, মিসর, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন আর আরব লীগ থেকে আসা শরণার্থী বিষয়ক কর্মকর্তারা ১৭ জুন জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত সমন্বয় অধিবেশনে আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ফিলিস্তিনী শরণার্থীদের জন্য ৯৫ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি কার্যকরী করার আহ্বান জানিয়েছেন।

 খবরে জানা গেছে, ফিলিস্তিনী শরণার্থীদের গ্রহণ করা আরব দেশগুলো আর আরব লীগের প্রতিনিধিরা আরো ব্যক্ত করেছেন যে, তাঁরা জাতিসংঘের শরণার্থীর মর্যাদা পরিবর্তন করা বা এই সংস্থাকে অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংযুক্ত করার অপচেষ্টার বিরোধিতা করেন।

 জর্দানের শরণার্থী কার্যালয়ের কর্মকর্তা বলেছেন, এবারকার সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনী শরণার্থী সমস্যায় ফিলিস্তিনী শরণার্থীকে গ্রহণ করা আরব দেশগুলো আর অন্যান্য দেশের অধিষ্ঠান সমন্বয় করা , আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য পালন করে জাতিসংঘের শরণার্থী কার্যালয়কে সাহায্যদান করার আহ্বান জানানো, যাতে গৃহহারা ফিলিস্তিনী শরণার্থীদের সাহায্য করা যায়।

ইরানের পরমাণু সমস্যা সম্বন্ধে আন্তর্জাতিক সমাজের তাগিদ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ৪ দিনব্যাপী নির্বাহী পরিষদ সম্মেলন ১৫ জুন ভিয়েনায় সমাপ্ত হয়েছে । কিছু দেশের প্রতিনিধিরা ইরানের প্রতি ইরানের পরমাণু সমস্যা সমাধানে ছ'দেশের দেয়া নতুন প্রস্তাবের প্রতি প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন এবং আশা করেন সংশ্লিষ্ট পক্ষ যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা আবার শুরু করবে ।

জাতিসংঘের ভিয়েনা কার্যালয়স্থ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি থাং কুও ছিয়াং তাঁর ভাষণে বলেছেন , চীন আশা করে ইরানের পরমাণু সমস্যা সংশ্লিষ্ট পক্ষগুলো গঠনমূলক মনোভাব পোষণ করে পরস্পরের উত্কণ্ঠা বিবেচনা করে পূণরালোচনা ত্বরান্বিত করবে ।

আই এ ই এস্থ মার্কিন স্থায়ী প্রতিনিধি সুল্ট বলেছেন , ইরান গুচ্ছ প্রস্তাব গ্রহণ না করলে তাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চাপ সহ্য করতে হবে ।

ফ্রান্সের প্রতিনিধি দেনিয়াও বলেছেন , ইইউ মনে করে , ছ'দেশের প্রস্তাব এক ধরনের সহযোগিতা পদ্ধতি , ইইউর সদস্য দেশগুলো ইরানের প্রতি সক্রিয় প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছে ।