v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-19 16:06:04    
ছিয়েনসিয়াংয়ি রেশমি কাপড় দোকান

cri
    আপনি চীনের যে কোনো বইয়ের দোকানে ঘুরতে গেলে দেখলে লক্ষ্য করতে পারবেন, এখানে চীনে প্রকাশিত প্রচুর বই আছে, বইয়ের রকমারিতাও ক্রমেই বাড়ছে। চীনের বইয়ের বাজারে সমৃদ্ধির পরিস্থিতি বিরাজমান।

    'পেইচিং বই ভবন' হলো চীনের অন্যতম বড় আকারের বইয়ের দোকান। দোকানে খদ্দেরদের ভিড় লেগেই থাকে, এমন কি লোকারণ্য বললেও খুব অত্যুক্তি হবে না।

    খদ্দের ওয়াং হেং জানিয়েছেন, এখন বইয়ের বাঁধাই খুব চমত্কার। আগের চেয়ে অনেক ভাল। তিনি বলেছেন,

    " অনেক উন্নতি হয়েছে। এখন বইছাপা, বাঁধাই ইত্যাদির কাজের দারুণ উন্নতি হয়েছে। ছাপার গুণগত মান খুব ভাল, খুব স্পষ্ট ছাপা হয়, মলাট বা বাঁধাই খুবই সুন্দর। কয়েক বছর আগেকার ছাপা বই এর সঙ্গে তুলনাই করা যায় না।"

    পাঠক মিস লি ফেন রংবেরংয়ের বই বাছতে বাছতে তাঁর চোখে ধাঁধাঁ লেগে যাচ্ছে। তিনি বলেছেন, " এখন বইয়ের রকমারিতা খুবই বেশি,এখানে সব ধরনের বই পাওয়া যায়, এই বই ভবনে এলে যে কোনো ধরনের বই পাওয়া যাবে।"

    পেইচিং বই ভবনে বই বিক্রীর মোট মূল্য বছরে ২০ শতাংশ হারে বেড়ে চলেছে। গত বছর এখানে ৫.৫ কোটি মার্কিন ডলারের বই বিক্রী হয়েছে। ২০০৫ সালে চীনে মোট দুই লক্ষ বিশ হাজার ধরনের বই প্রকাশিত হয়েছে।

    এখন বইয়ের বাজার সরগরম, কিন্তু১০ -১৫ বছর আগেও বই ব্যবসার খুবই মন্দাবস্থা ছিল। সেই সময় চীনের বেশির ভাগ প্রকাশনালয় বাজার নীতি অনুসরণ করতো না, তাদের প্রকাশিত বইপুস্তক পাঠকদের চাহিদা মেটাতে পারতো না।

    বাজার অর্থনীতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য গত শতাব্দীর শেষ দিক থেকে প্রকাশনা শিল্পের সংস্কার সাধিত হয় এবং বাজারায়ন চালু হয়। ২০০২ সালে ১০টি প্রকাশনালয় নিয়ে চীনের বৃহত্তম প্রকাশনা শিল্পপ্রতিষ্ঠান---চীনের প্রকাশনা গোষ্ঠী কোম্পানি গঠিত হয়। এই গোষ্ঠীর প্রেসিডেণ্ট ইয়াং মুচি বলেছেন,

    "গোষ্ঠী গঠনের উদ্দেশ্য আমাদের ব্যবস্থা প্রাণবন্ত করা , নতুন কিছু উদ্ভাবন করা এবং একটি বলিষ্ঠ ও প্রাণশক্তিতে ভরপুর নতুন গোষ্ঠী গড়ে তোলা। তিন থেকে পাঁচ বছর প্রচেষ্টা চালানোর মাধ্যমে আমাদের কোম্পানিকে প্রকাশনা শিল্পের একটি সত্যিকারের 'বিমানবাহী জাহাজে' রূপান্তরিত করা।"

    এই 'বিমানবাহী জাহাজ' বাজারে প্রবেশ করেই তার অনন্যসাধারণ শক্তি দেখিয়েছে। ২০০৪ সালে এই গোষ্ঠীর উদ্যোগে চীনের 'সাহিত্য ভাণ্ডার' নামে ধারাবাহিক গ্রন্থমালা প্রকাশিত হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বিংশ শতাব্দী থেকে চীনের সকল নামকরা লেখকের বই --সাহিত্য, ইতিহাস , দর্শনশাস্ত্র, বিজ্ঞান ও শিক্ষা, শিল্পকলা, শব্দকোষ ইত্যাদি ধরনের বই এবং বিখ্যাত বিদেশী লেখকদের ধারাবাহিক রচনাবলীর চীনা সংস্করণ(অনুবাদ)। এটা চীনের আধুনিক যুগে বৃহত্তম গ্রন্থ সংকলন। এই গোষ্ঠী চীনের প্রকাশনা বাজারের শতকরা ৭ ভাগ দখল করেছে।

    এই গোষ্ঠী ছাড়াও লিয়াওনিং (প্রদেশ) প্রকাশনা গোষ্ঠী, সাংহাই শতাব্দী প্রকাশনা কোম্পানি(লিমিটেড), বিজ্ঞান প্রকাশনা গোষ্ঠী প্রভৃতি ৭টি প্রকাশনা প্রতিষ্ঠানের পুঁজি বা সম্পত্তির বার্ষিকগড়পড়তা বৃদ্ধি- হার ছিল ২৪ শতাংশ।

    লিয়াওনিং প্রকাশনা গোষ্ঠীর চেয়ারম্যান রেন হুইইং মনে করেন, ব্যবস্থার নবায়ন বা উদ্ভাবন এবং সরকারের সুবিধাপ্রদানের নীতি হলো প্রকাশনা শিল্পের দ্রুত উন্নয়নের মূল কারণ। তিনি বলেছেন , "প্রকাশনা ব্যবস্থার সংস্কার আমাদের গোষ্ঠীর উন্নয়নের জন্য আরও বিরাট প্রাণশক্তি যুগিয়েছে। আমাদের গোষ্ঠীর প্রশাসন এবং শিল্পপ্রতিষ্ঠান পৃথক পৃথক হবার নীতি চালু হয়েছে, অর্থনৈতিক উপায়ে রাষ্ট্রায়ত্ত সম্পত্তি পরিচালনার অধিকার পাওয়ার পর আমরা শিল্প উন্নয়নের জন্য ধারাবাহিক অনুকূল নীতির সুবিধা পেয়েছি।"

    চীনের নতুন ধাঁচের প্রকাশনা প্রতিষ্ঠান দেশী বাজারে ভাল সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গে বিদেশে উন্নয়ন লাভের জন্য আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে । বছরে একবার করে আয়োজিত ফ্রাংকফুর্ট বই মেলা হলো বর্তমান বিশ্বের বৃহত্তম বই মেলা এবং কপি রাইট বাণিজ্য বাজার। বিশ্বের ৭৫ শতাংশ বইয়ের কপি রাইট ব্যবসা এখানেই সম্পন্ন হয়। অতীতে এই মেলায় চীনের প্রতিনিধিদল অতো তত্পর ছিল না বলেই সবার ধারণা । কিন্তু চলতি বছরের এই বই মেলায় চীনের প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে দুই শতাধিক সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল পাঠানো হয়েছে । এই দল নিয়ে গেছে প্রায় দশ হাজার ধরনের বইপুস্তক,তার মধ্যে বেশির ভাগই নতুন। ইংরেজি সংস্করণের বই এবং ইংরেজি ও চীনা দুই ভাষায় প্রকাশিত বই মোট দু হাজার ধরনেরও বেশি।

    অতীতের যত সব বই মেলায় বিদেশ থেকে চীনের আমদানী করা বইয়ের কপিরাইট বরাবরই কপিরাইট রপ্তানীর ১০ গুণ বা তারও বেশি ছিল। কিন্তু চলতি বছরের ফ্রাংকফুর্ট বই মেলায় চীনদল মোট ৮৮১টি কপিরাইট আমদানী করেছে এবং ৬১৫টি কপিরাইট রপ্তানী করেছে । দুয়ের ব্যবধান অনেক কমেছে। গত মেলায় চীন আমদানী করেছিল ১৪০০টি কপিরাইট এবং রপ্তানী করেছিল মাত্র শতাধিক কপিরাইট।

    চীনের রাষ্ট্রীয় তথ্য ও প্রকাশনা প্রশাসনের নীতি ও নিয়মবিধি বিষয়ক বিভাগের মহাপরিচালক ওয়াং থাও বলেছেন, "এটি এক আনন্দদায়ক পরিস্থিতি, যা এর আগে কখনও হয় নি। এর মূলে রয়েছে চীনের পরীক্ষামূলক প্রকাশনা প্রতিষ্ঠান এবং দেশী প্রকাশনালয়ের সংস্কারজনিত শক্তি বৃদ্ধি এবং স্বকীয় উদ্ভাবনের সামর্থ্যের বৃদ্ধি। উদ্ভাবনের ক্ষমতা না থাকলে কপিরাইট বাণিজ্যে অন্যরা আপনার কপিরাইট কিনতে চাইবে না। কপিরাইট ব্যবসার আমদানী ও রপ্তানির অনুপাতের এই আনন্দদায়ক পরিবর্তন থেকে প্রতীয়মান হয়েছে যে, চীনের প্রকাশনা শিল্প সংস্কার আর উদ্ভাবনের মাধ্যমে নিজের সামর্থ্য ও শক্তি অনেক বাড়িয়েছে।"

    অল্প দশ-বারো বছরে চীনের প্রকাশনা শিল্প পরিকল্পনা অর্থনীতি থেকে বাজার অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে এবং এখন আন্তর্জাতিক বাজারে অন্যদের সঙ্গে পেরে উঠছে । এই পরিবর্তন থেকে আমরা লক্ষ্য করেছি , চীনের প্রকাশনা শিল্প সত্যিই বড় এবং সমৃদ্ধিশালী হয়েছে।