১৮ জুন চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও মিসর সফর শেষে আক্রা পৌঁছে তাঁর ঘানা সফর শুরু করেছেন ।
বিমানবন্দরে ওয়েন চিয়া পাও তাঁর দেয়া লিখিত ভাষণে বলেছেন , যদিও চীন ও ঘানা পরস্পরের কাছ থেকে অনেক দূরে , তবে দু'দেশের জনগণের মধ্যে সুগভীর মৈত্রী আছে । চীন সরকার ঘানার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় , চীন ঘানার সঙ্গে হাতে হাত মিলিয়ে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন পরিস্থিতি সৃষ্টি করতে ইচ্ছুক ।
মিসর সফরকালে মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারাক ও গণ সংসদের স্পীকার আহমেদ ফাথী সোরুর ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন । মুবারাক বলেছেন , ১৭ জুন দু'দেশের মধ্যে স্বাক্ষরিত "রণনৈতিক সহযোগিতা সম্পর্ক জোরদার চুক্তি দু'দেশের সম্পর্কের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ।
ওয়েন চিয়া পাও জোর দিয়ে বলেছেন , মিসরের সঙ্গে কূটনৈতিক সহযোগিতা সম্পর্কের প্রসার হল চীনের মিসর নীতির লক্ষ্য । চীন আরো বেশি মিসরীয় সাংসদের চীন সফরকে স্বাগতম জানায় ।
মিসর শেষ করার আগে ওয়েন চিয়া পাও মিসরে সংবাদ সম্মেলন আয়োজন করে সার্বিকভাবে চীন-মিসর , চীন-আরব , চীন-আফ্রিকা সম্পর্ক উন্নয়নে চীনের নীতি ব্যাখ্যা করেছেন এবং বর্তমানে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন ।
|