চীন ও ভারত ৬ জুলাই চীনের তিব্বত ও ভারতের সিকিমকে যুক্ত কারী নাথোলা গিরিসংকট আবার উন্মূক্ত করবে। যাতে চল্লিশাধিক বছর ধরে বন্ধ থাকা দ্বিপাক্ষিক সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করা যায়।
১৮ জুন দু'দেশের কর্মকর্তারা তিব্বতের রাজধানী লাসায় বৈঠক করেছেন। বৈঠকের পর স্বাক্ষরিত এক দলিলে সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করার সময় প্রকাশিত হয়েছে।
নাথোলা গিরিসংকট তিব্বতের রিখাচে এলাকার ইয়াতোং জেলা ও ভারতের সিকিম অংশের সঙ্গে সংলগ্ন অবস্থিত। তা সমুদ্র সমতল থেকে ৪৫৪৫ মিটার উঁচু এবং লাসা থেকে ৪৬০ কিলোমিটার আর ভারতের কোলকাটা থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এটা ছিল চীন ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বারান্দা।
|