চীন আর ভারত গত ৪০ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা চীনের তিব্বত আর ভারতের সংগে সংলগ্ন নাটু লাপাস সীমান্ত বাজার পুনঃ উন্মুক্ত করার কথা বিবেচনা করছে । এই বিষয়ে চীনের সংগে আলোচনারত ভারতের একটি বাণিজ্য প্রতিনিধি- দল তিব্বত স্বায়ত্ত শাসিত অঞ্চলের রাজধানী লাসা পৌঁছেছে । স্বায়ত্ত শাসিত অঞ্চলের চেয়ারম্যান ছিয়াংপা পুনকোক একই দিন সন্ধ্যায় প্রতিনিধি দলের সংগে সাক্ষাত্ করেছেন ।
তিনি বলেছেন , গত কয়েক বছরে তিব্বত স্বায়ত্ত- শাসিত অঞ্চলে অর্থনীতি দ্রুত বিকশিত হয়েছে । গত ৫ বছরে জি ডি পির বার্ষিক গড়পড়তা বৃদ্ধি হার ১২ শতাংশ ছাড়িয়ে গেছে । তা চীনের গড়পড়তা মানের চেয়ে বেশি । তিনি বলেছেন , চীন ভারতের সংগে আর্থ-বাণিজ্যিক সম্পর্কের ওপর ব্যাপক গুরুত্ব দেয় এবং দুদেশের সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী নাটু লাপাস সীমান্ত বাজার যথাশীঘ্র পুনঃউন্মুক্ত করার জন্য বেশ কিছু প্রস্তুতি নিয়েছে ।
|