জর্দান, মিসর, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন আর আরব লীগ থেকে আসা শরণার্থী বিষয়ক কর্মকর্তারা ১৭ জুন জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত সমন্বয় অধিবেশনে আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ফিলিস্তিনী শরণার্থীদের জন্য ৯৫ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি কার্যকরী করার আহ্বান জানিয়েছেন।
খবরে জানা গেছে, ফিলিস্তিনী শরণার্থীদের গ্রহণ করা আরব দেশগুলো আর আরব লীগের প্রতিনিধিরা আরো ব্যক্ত করেছেন যে, তাঁরা জাতিসংঘের শরণার্থীর মর্যাদা পরিবর্তন করা বা এই সংস্থাকে অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংযুক্ত করার অপচেষ্টার বিরোধিতা করেন।
জর্দানের শরণার্থী কার্যালয়ের কর্মকর্তা বলেছেন, এবারকার সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনী শরণার্থী সমস্যায় ফিলিস্তিনী শরণার্থীকে গ্রহণ করা আরব দেশগুলো আর অন্যান্য দেশের অধিষ্ঠান সমন্বয় করা , আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য পালন করে জাতিসংঘের শরণার্থী কার্যালয়কে সাহায্যদান করার আহ্বান জানানো, যাতে গৃহহারা ফিলিস্তিনী শরণার্থীদের সাহায্য করা যায়।
|