চীনের ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ার পর , বরফআবৃত মাটি অঞ্চলে ট্রেনের গতি প্রতি ঘটনায় ১০০ কিলোমিটার হবে ,এটা হচ্ছে বর্তমানে বিশ্বে মালভূমির বরফআবৃত মাটিতে ট্রেনের সর্বোচ্চ গতি ।
ছিংহাই-তিব্বত রেলপথের দৈর্ঘ্য প্রায় ২০০০ কিলোমিটার, তা ছিংহাই-তিব্বত মালভূমি অতিক্রম করেছে । এই রেলপথের বরফআবৃত মাটি এলাকার মোট দৈর্ঘ্য ৫৫০ কিলোমিটার, তা বিশ্বের সবচেয়ে দীর্ঘ বরফআবৃত মাটির দূরত্ব অতিক্রম করা মালভূমির রেলপথে পরিণত হয়েছে । গত বছরের অক্টোবর মাসে এই রেলপথের নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ১ জুলাই চালু হবে ।
|