এশিয়া ও ইউরোপের কিছু দেশের সংবাদ মাধ্যম শাংহাই সহযোগিতা সংস্থার ষষ্ঠ শীর্ষ সম্মেলনের উচ্চ প্রশংসা করেছে। তারা মনে করে, শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়ন আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির জন্য কল্যাণকর।
পাকিস্তানের বার্তা সংস্থা এপিপি বলেছে, শাংহাই সহযোগিতা সংস্থা পাকিস্তানসহ বিভিন্ন পর্যবেক্ষক দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করবে, যাতে এলাকার স্থিতিশীলতা ও শান্তি রক্ষা করা যায়। পাকিস্তানের সাংবাদ পত্রিকা সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়ন একে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সংস্থায় পরিণত হয়েছে।
ভিয়েত্নামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নহান তান পত্রিকায় বলা হয়েছে, শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমাজের ব্যাপক নজর কেড়েছে।
তাছাড়া, পর্তুগালের কোর্রেও তা মানহা পত্রিকা এবং নোভিতাদেস পত্রিকাও এবারকার শীর্ষ সম্মেলন সম্পর্কে ইতিবাচক সংবাদ প্রকাশ করেছে।
|