" চিং হুয়া পত্রিকা" সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে চীনে মোট ১৫ কোটি বিদ্যুত্ সাশ্রয়ী বাতি হবে , যা ২৯ বিলিয়ন কিলোওয়ট বিদ্যুত্ সাশ্রয় করবে।
১৭ জুন চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটি সূত্রে এ খবর জানা গেছে।
এই ১৫ কোটি বিদ্যুত্ সাশ্রয়ী বাতি গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থাপনা, হোটেল, সুপার মার্কেট, ক্রীড়া দালান, আবাসিক বাড়ি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হবে, এতে মোট ২.২ বিলিয়ন ইউয়ান খরচ হবে।
|