মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন মধ্যপ্রাচ্য সমস্যা সংশ্লিষ্ট এ চার পক্ষ ১৭ জুন একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের হামাস সরকারকে একপাশে রেখে ফিলিস্তিনের জনগণকে সাহায্য দেয়ার ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবে সংশ্লিষ্ট পক্ষগুলো রাজি হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণের চাহিদা কথা ভেবে মধ্যপ্রাচ্য সমস্যা সংশ্লিষ্ট চার পক্ষ আন্তর্জাতিক সমাজের প্রতি ফিলিস্তিনের জনগণকে প্রত্যক্ষ সাহায্য দেয়ার বিষয়ে রাজি হয়েছে। এসব সাহায্যের মধ্যে চিকিত্সা ও স্বাস্থ্য ইত্যাদি ফিলিস্তিনীদের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত হয়েছে।
অন্য খবরে জানা গেছে, জর্দান, মিসর, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং আরব লীগ শরণার্থী বিষয়ক দায়িত্বশীল কর্মকর্তা একইদিনে জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত ফিলিস্তিনের শরণার্থী সমস্যা সংক্রান্ত একটি সমন্বিত সম্মেলনে আন্তর্জাতিক সমাজের প্রতি ২০০৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ফিলিস্তিনের শরণার্থীদের জন্য ৯৫ কোটি মার্কিন ডলার সাহায্য দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।
|