এশিয়ার পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা সম্মেলনের সদস্য দেশের নেতৃবৃন্দের দ্বিতীয় অধিবেশন ১৭ জুন কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।
হু চিন থাও এশিয়ার নিরাপত্তা ও সহযোগিতা, ভিন্ন সভ্যতার মধ্যকার সংলাপ ত্বরান্বিত করা, সদস্য দেশগুলোর পারস্পরিক সমঝোতা এবং আস্থা বাড়ানো প্রভৃতি ক্ষেত্রে এশিয়ার পারস্পরিক সহযোগিতা ও আস্থা ব্যবস্থা সম্মেলনের ফোরামের ইতিবাচক ভূমিকার মূল্যায়ন করেছেন। তিনি উল্লেখ করেছেন, এশিয়ার কাজ ভালোভাবে করতে চাইলে এশিয়ার বিভিন্ন দেশ আর বিভিন্ন দেশের জনগণের মিলিত সহযোগিতার উপর নির্ভর করতে হবে। চীন অবিচলিতভাবে শান্তিপূর্ণ উন্নয়ন পথে চলতে থাকবে, সকল এশীয় দেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে এক স্থায়ী শান্তি ও অভিন্ন সমৃদ্ধ ও সুষম এশিয়া গঠন করবে। এর জন্য হু চিন থাও চারটি প্রস্তাব উত্থাপন করেছেন। প্রথমত, পারস্পরিক আস্থা ও সহযোগিতায় অবিচল থাকা, এশিয়ার নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত, পরস্পরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা, ভিন্ন সভ্যতা ও অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করা। তৃতীয়ত, বহু পাক্ষিক পথ অনুসরণ করে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। চতুর্থত, পারস্পরিক উপকারিতা ও উভয়ের লাভের ভিত্তিতে অর্থনৈতিক সহযোগিতা গভীরতর করা।
|