বিশ্ব প্রাচীন জীব- তত্ত্বের সর্বোচ্চ পর্যায়ের সেমিনার- দ্বিতীয় প্রাচীন জীব - তত্ত্ব সম্মেলন ১৭ জুন পেইচিংয়ে উদ্বোধন হয়েছে ।
যুক্তরাষ্ট্র , ব্রিটেন , জাপান প্রভৃতি দেশের ৫ শো আর চীনের ৩ শো জন পন্ডিত সম্মেলনে অংশ নিচ্ছেন । ৫ দিনব্যাপী সম্মেলনে তারা গত কয়েক বছরে প্রাচীন জীব সম্পর্কিত নতুন উদ্ভাবন আর নতুন অগ্রগতির বিষয়ে গভীরভাবে আলোচনা করবেন ।
জানা গেছে , চীনের বিশার ভূভাগে প্রাচীন জীবের অফুরন্ত প্রস্তরীভূত অস্থি-কংকাল সুষ্ঠুভাবে সংরক্ষিত রয়েছে । সুতরাং বেশ কিছু বিদেশী পন্ডিত চীনে তদন্ত আর আদান প্রদানের অপেক্ষায় আছেন । সম্মেলন শেষে তারা দলবদ্ধভাবে দশাধিক বৈজ্ঞানিক তদন্ত চালাবেন । এবারকার তদন্ত জুলাই মাস পর্যন্ত স্থায়ী হবে ।
|