চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সম্পদ ব্যুরোর মহাপরিচালক স্যু তিয়ান মিন ১৭ জুন পেইচিংয়ে একটি ফোরামে বলেছেন , চীনে সম্পদ ব্যবহারে জল শক্তি , বায়ু শক্তি , সৌর শক্তি ইত্যাদি পুনঃব্যবহার্য সম্পদের হার বিপুলমাত্রায় বাড়িয়ে দেয়া হবে ।
চীনে জ্বালানী হিসেবে কয়লাভিত্তিক শক্তি সম্পদ ব্যবহার করা হতো । ফলে পরিবেশের গুরুতর অবনতি হয়েছে এবং উত্পাদনের ব্যয় বেড়েছে । এর সংগে সংগে চীনের দ্রুত বিকাশের জন্যও বিপুল পরিমাণ শক্তি সম্পদ প্রয়োজন । শক্তি সম্পদের কাঠামো সংস্কার করা আর শক্তি সম্পদের সরবরাহ বাড়ানোর জন্য চীন পুনঃব্যবহার্য শক্তি সম্পদের বিকাশ বিষয়ক মাঝারি ও দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা প্রণয়ন করছে । এই পরিকল্পনা অনুযায়ী , ২০২০ সালের মধ্যে চীনে শক্তি সম্পদের কাঠামোতে পুনঃব্যবহার্য শক্তি সম্পদের অনুপাত ১৬ শতাংশে দাঁড়াবে । তা বর্তমান অনুপাতের তুলনায় ১২ শতাংশ বেড়ে যাবে ।
স্যু তিয়ান মিন বলেছেন , পুনঃব্যবহার্য শক্তি সম্পদ ব্যবহারের প্রযুক্তি নিয়ে গবেষণা আর বিকশিত করার জন্য চীন সরকার পুনঃব্যবহার্য শক্তি সম্পদ ব্যবহারের বিকাশ বিষয়ক একটি বিশেষ তহবিল স্থাপন করবে ।
|