১৭ জুন স্লোভাকিয়ায় নতুন দফার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০ লাখ ভোটদাতা মোট ১৫০ জন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ভোট দিয়েছে।
জানা গেছে, ২১টি রাজনৈতিক দল ও সংস্থার প্রার্থী এই ১৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ১৮ জুন সন্ধ্যায় চূড়ান্ত ফল প্রকাশ করা হবে । অন্য স্লোভাকিয়ায় ভোট দেওয়ার দিনও বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী তত্পরতা চালাতে পারে।
স্লোভাকিয়ার জাতীয় সংসদে প্রতি চার বছর অন্তর একবার করে এই নির্বাচন হয়। স্লোভাকিয়া স্বাধীন দেশ হবার পর এটি চতুর্থ সংসদ নির্বাচন । স্লোভাকিয়ার আইনবিধি অনুযায়ী, ৫ শতাংশের বেশি ভোট পেলে কোনো রাজনৈতিক দল সংসদ যেতে পারে, সর্বোচ্চ ভোট পাওয়া রাজনৈতিক দল মন্ত্রিসভা গঠনের অগ্রাধিকার পাবে।
|