চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক , কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান ,চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৬ জুন বিকালে শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের প্রস্তুতি কর্মীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। এর সঙ্গে সঙ্গে তিনি সফল প্রস্তুতি কাজ চালানোর জন্য সকল কর্মীদের ধন্যাবাদ জানিয়েছেন।
তিনি বলেছেন, এবারকার শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়েছে। প্রস্তুতির প্রক্রিয়ায় সকল কর্মী উচ্চ রাজনৈতিক দায়িত্ব , সক্রিয়তা এবং গভীর আগ্রহ বরাবরই বজায় রেখেছেন।
তিনি আরো বলেছেন, এবারকার শীর্ষ সম্মেলন হচ্ছে সহযোগিতা ও ব্যাপক সাফল্য অর্জনের এক মনোজ্ঞ সম্মেলন। সাফল্যের তিনটি ক্ষেত্র চিহ্নিত হয়েছে। প্রথমত, পারস্পরিক আস্থা জোরদার করা,ঐক্য ত্বরান্বিত করা, সহযোগিতা গভীর করার অভিষ্ট লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। দ্বিতীয়ত, চীন সংস্কার আর মুক্তদ্বার থেকে চমত্কার সাফল্য অর্জনের আস্থা প্রকাশ করেছে। তৃতীয়ত, আমাদের দল ব্যাপক চর্চা করেছে, যাতে কূটনৈতিক শক্তি উন্নত করা যায়।
|