মার্কিন বাহিনীর প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের সদর দপ্তরের সেনাপতি জেনারেল উইলিয়াম জে ফাল্লোনের আমন্ত্রণেমার্কিনবাহিনীর মহড়া পরিদর্শন করার জন্যে চীনের একটি দল ১৬ জুন যুক্তরাষ্ট্রের গুয়ামের উদ্দেশ্যেপেইচিং ত্যাগ করেছে । মার্কিনবাহিনী এই প্রথমবার চীনকে তার সামরিক মহড়া দেখতে আমন্ত্রণ জানাল ।
১০ সদস্য বিশিষ্ট চীন দল চীনা গণ মুক্তি ফৌজের অফিসার , , পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সাং বাদিকদের নিয়ে গঠিত ।
চীন ২০০৩ ও ২০০৫ সালে মার্কিনবাহিনীকে চীনাবাহিনীর মহড়া দেখতে আমন্ত্রণ জানিয়েছিল । প্রতিপক্ষকে নিজের সামরিক মহড়া দেখতে আমন্ত্রণ জানানো চীন ও মার্কিন বাহিনীর আদানপ্রদানের এক গুরুত্বপূর্ণ অংশ ।
জানা গেছে , ১৯ থেকে ২৩ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রেরপশ্চিম প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের গুয়ামের আশেপাশে মার্কিনবাহিনীবিরাটাকারের সামরিক মহড়া চালাবে ।
|