চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৬ জুন শাংহাইতে আলাদা আলাদাভাবে শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে শরীক পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ, মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট নামবারিন এনখবাইয়ার ও ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সঙ্গে সাক্ষাত করেছেন ।
মুশাররাফের সঙ্গে কথাবার্তার সময়ে হু চিন থাও বলেছেন , চীন সরকার ও চীনা জনগণ চিরাচরিতের মত চীন-পাক ঐতিহ্যিক মৈত্রীর ওপর গুরুত্ব দিয়ে যাবে এবং অনবরত চীন-পাক রণকৌশলগত , সহযোগিতামূলক ও অংশীদারিত্বের সম্পর্ককে নতুন স্তরে উন্নীত করবে ।
এনখবায়ারের সঙ্গে কথাবার্তার সময়ে হু চিন থাও বলেছেন , চীন-মঙ্গোলিয়া সুপ্রতিবেশী ও পারস্পরিক আস্থার অংশীদার সম্পর্ক এখন একটি সার্বিক উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করেছে ।
আহমেদিনেজাদের সঙ্গে কথাবার্তার সময়ে হু চিন থাও দ্বিপাক্ষিক সহযোগিতা আরো বাড়ানোর প্রস্তাব দিয়েছেন এবং ব্যক্ত করেছেন, চীন ইরানের পরমাণু সমস্যার সুষ্ঠু সমাধানের ব্যাপারে গঠনমূলক ভূমিকা নিতে ইচ্ছুক ।
একই দিন হু চিন থাও ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী মুরলী দেওরার সঙ্গেও সাক্ষাত করেছেন । তিনি বলেছেন , ভারতের সঙ্গে দীর্ঘকালীন ও স্থিতিশীল রণকৌশলগত , সহযোগিতামূলক ও অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের জন্যে চীন প্রচেষ্টা চালিয়ে যাবে ।
|