১৬ জুন চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সাংহাইয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুসারাফের সঙ্গে সাক্ষাত্কালে বলেন, চীন সরকার ও জনগণ আগের মতোই চীন-পাকিস্তান ঐতিহ্যিক মৈত্রীকে গুরুত্ব দিয়ে, চীন-পাকিস্তান রণনৈতিক অংশীদারিত্বকে নতুন পর্যায়ে উন্নীত করবে।
চীন-পাকিস্তান সম্পর্কের জোরালো উন্নয়নের লক্ষ্যে হু চিন থাও গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, উচ্চ পর্যায়ে পারস্পরিক আদান-প্রদান বজায় রাখতে, রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি করতে এবং আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করতে হবে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব চীন-পাকিস্তান অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা যায়। এছাড়া, নিরাপত্তা সহযোগিতা গভীর করা, ঐতিহ্যিক ও প্রথা-বহির্ভূত ক্ষেত্রে অব্যাহতভাবে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা এবং দু'পক্ষ স্বাক্ষরিত সকল সংশ্লিষ্ট সহযোগিতা দলিলপত্র কার্যকরী করার বিষয়ত্ত তিনি গুরুত্বের সাথে উল্লেখ করেন।
মুসারাফ হু চিন থাওয়ের প্রস্তাবে সায় দিয়েছেন । তিনি বলেন, দু'দেশ রাজনীতি, আর্থ-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রের আদান প্রদান ও সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করেছে। এতে দু'দেশ ও দু'দেশের জনগণ কল্যাণ পেয়েছে। পাকিস্তান চীনের সঙ্গে মিলিত প্রচেষ্টায় অব্যাহতভাবে দু'দেশের সম্পর্কে আরো প্রাণশক্তি যুগিয়ে দু'দেশের রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক।
|