চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ১৬ জুন সাংহাইতে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী ইরানী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে বৈঠক করার সময়ে বলেছেন , চীন ইরানের পরমাণু সমস্যার সমাধানে গঠণমুলক ভুমিকা পালন করতে ইচ্ছুক ।
হু চিনথাও বলেছেন, ইরানের পরমানু সমস্যার প্রধান বিষয় হল ইরান ও আন্তর্জাতিক সমাজের মধ্যে পারস্পরিক আস্থাপ্রতিষ্ঠা করা । পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার সম্পর্কেইরান যে উদ্বেগ প্রকাশ করেছে চীনের কাছে তা বোধগম্য এবং পারমাণবিক অস্ত্রের অবিস্তার সম্পর্কে আন্তর্জাতিক ব্যবস্থারক্ষার পক্ষপাতি । চীন বৈঠকের মাধ্যমে সুষ্ঠুভাবে ইরানের পরমাণু সমস্যার সমাধানে অটল থাকবে । হু চিনথাও বলেছেন , চীন , রাশিয়া ,যুক্তরাষ্ট্র ও ই ইউ সমস্যাটির সমাধানের প্যাকেজ পরিকল্পনা প্রণয়ন করেছে । এটা ইরানের পরমানু সমস্যার সমাধানের জন্যে নতুন সুযোগ সৃষ্টি করেছে । যততাড়াতাড়ি সম্ভব বৈঠক আবার শুরু করার জন্যে ইরান মনোযোগের সঙ্গে তা গবেষণা করে সক্রিয় প্রতিক্রিয়া জানাবে বলে চীন আশা করে ।
আহমাদিনেজাদ বলেছেন , ইরান বৈঠক ও পরামর্শের মাধ্যমে শান্তিপূর্ণভাবে পরমাণু সমস্যার সমাধান করতে চায় । ইরান ছ'টিদেশের প্রস্তাব গবেষণা করছে এবং অদূর ভবিষ্যতে প্রতিক্রিয়া জানাবে ।
১৫ জুন চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং সাংহাইতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকির সঙ্গে সাক্ষাত করেছেন । একই দিন সন্ধ্যায় সাংহাই সংস্থার শীর্ষ সম্মেলনে অংশগ্রহনকারী চীনা প্রতিনিধি দলের মুখপাত্র লিউ চিয়েনছাও তথ্যজ্ঞাপন সভায় বলেছেন , চীন মনে করে যে , ইরান মনোযোগের সঙ্গে ছ'টি দেশের নতুন প্রস্তাব গবেষণা করছে , প্রতিক্রিয়া জানাতে সময় লাগবে । তাই আন্তর্জাতিক সমাজ ধৈর্য বজায় রাখবে বলে চীন আশা করে ।
|