১৫ জুন মিসরের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী আলি হাফনি বলেছেন, মিসর চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের আসন্ন সফরের প্রতীক্ষায় রয়েছে । প্রধানমন্ত্রী ওয়েনের সফর দু'দেশের রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্কের উন্নয়নের জন্যে নতুন চালিকাশক্তি যুগিয়ে দেবে।
তিনি বলেন, দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ তম বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের সফর দু'দেশের সম্পর্কের উপর চীনের দেয়া উচ্চ মানের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। এর সঙ্গে সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, দু'দেশের উন্নয়ন ও সহযোগিতায় বিরাট সুপ্ত শক্তি রয়েছে। তিনি আশা করেন, মিসরে চীনের পুঁজি বিনিয়োগ বাড়ানো হবে। তিনি আরো বলেন, অদূর ভবিষ্যতে মিসরে বহু যৌথ-মালিকানার শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করবে, যাতে মিসরের বাজারের চাহিদা মেটানো এবং কিছু পণ্যদ্রব্য আরব, আফ্রিকা ও ইউরোপীয় বাজারে রপ্তানি করা যায়।
|