১৭ জুন হবে বিশ্ব মরুকরণ রোধ ও খরা দিবস । চীনের জাতীয় বন ব্যুরো সূত্রে জানা গেছে, উত্তর চীনে অবস্থাত মাওউসু মরুভূমি ও কোরছিন মরুভূমির মরুকরণ রোধের কাজে লক্ষ্যনীয় সাফল্য পাওয়া গেছে ।
জাতীয় বন ব্যুরোর উত্তর চীন, উত্তর-পূর্ব চীন ও উত্তর-পশ্চিম চীন বনানী-বলয় নির্মাণ বিভাগের চীফ ইঞ্জিনিয়ার চাং ওয়েন মিং বলেছেন , উপগ্রহের রিমোট সেন্স ও ভূগর্ভস্থ জরীপ থেকে জানা গেছে, কোরছিন মরুভূমি ও তার আশেপাশের এলাকার মরু করণের আয়তন গত শতাব্দির পঞ্চাশের ও ষাটের দশকের ৫০ লাখ ৬০ হাজার হেক্টর থেকে এখনকার ৪২ লাখ হেক্টরে নেমে এসেছে । মাওউসু মরুভূমির আয়তনও হ্রাস পেয়ে চলেছে ।
এখন চীনে মোট মরুভূমির আয়তন ১৭ লাখ ৪০ হাজার কিলোমিটার । তা চীনের মোট আয়তনের ১৮ শতাংশ । উত্তর চীনের প্রাকৃতিক পরিবেশ উন্নত করার জন্যে বিশ বছর আগে চীন সেখানে বিরাট অংকের টাকা বরাদ্দ করে বনানী-বলয় নির্মাণের প্রকল্প শুরু করে। এই প্রকল্প সম্পন্ন করতে আরো ৫০ বছর লাগবে ।
|