গত ১৫ জুন চীনের শাংহাইতে শাংহাই সহযোগিতা সংস্থার ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় । চীনসহ কতিপয় দেশের সরকারী মহল ও গণ মাধ্যম এবারের সম্মেলনের ফলাফল ও এই সংস্থার বিকাশের ইতিবাচক মূল্যায়ন করেছে ।
১৬ জুন প্রকাশিত চীনের পিপল্স ডেইলী পত্রিকার একটি সম্পাদকীয়তে বলা হয়েছে , বাস্তব অনুশীলন থেকে প্রমাণিত হয়েছে , শাংহাই সহযোগিতা সংস্থা হচ্ছে আঞ্চলিক ও বিশ্ব শান্তি , স্থিতিশীলতা ও সমৃদ্ধি অক্ষুণ্ণ রাখার একটি গুরুত্বপূর্ণ শক্তি । এই সংস্থা তাদের মধ্যকার বাস্তব সহযোগিতা জোরদার করে এই অঞ্চলকে স্থায়ী শান্তি ও অভিন্ন সমৃদ্ধির সম্প্রীতিময় অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্যে এবং মানব জাতির শান্তি ও উন্নয়নের পবিত্র ব্রতে আরো বিরাট অবদান রাখার জন্যে সম্মিলিত প্রচেষ্টা চালাবে ।
রুশ রাষ্ট্রীয় দুমার স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ বিষয়ক কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কোকোশিন বলেছেন , শাংহাইতে অনুষ্ঠিত শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন হচ্ছে গত কয়েক বছরে সংঘটিত আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা । শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত " শাংহাই সহযোগিতা সংস্থার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর ঘোষণা" একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল । তার জরুরী ও বাস্তব তত্পর্য রয়েছে ।
ক্যানাডা আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা সংস্থার পন্ডিত মাইকেল বার্ক একটি প্রবন্ধে আঞ্চলিক শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়ন সংরক্ষণ ও ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্যে শাংহাই সহযোগিতা সংস্থার উচ্চ মূল্যায়ন করেছেন ।
পাকিস্তানের ডন পত্রিকার ১৫ জুনের একটি রিপোর্টে বলা হয়েছে , শাংহাই সহযোগিতা সংস্থার এবারের শীর্ষ সম্মেলনে প্রতীয়মান হয় যে , এই সংস্থাভূক্ত দেশগুলো সাফল্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংস্থাকে আন্তর্জাতিক রাজনীতির ওপর বিরাট প্রভাব বিস্তারকারী একটি আঞ্চলিক সংস্থায় পরিণত করতে পেরেছে ।
|