v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-16 14:41:14    
১৮ জুন

cri
** সোভিয়েত সমরবাদ জুকোভের মৃত্যু

    ১৮৯৬ সালের ২ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়োনের সমরবাদ মার্শল জুকোভের জন্ম হয় । ১৯১৯ সালে তিনি সোভিয়েত কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন।

    তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মনায়ক এবং বিশিষ্ট রণরীতিবিদ । দ্বিতীয় বিশ্ব যুদ্ধে তাঁর অসাধারণ অবদানের জন্যে সোভিয়েত জনগণের মনে তিনি একজন জাতীয় বীর হয়ে দাঁড়িয়েছেন ।

    ১৯৩৭ সালের ডিসেম্বর থেকে ১৯৫৮ সালের মার্চ পর্যন্ত তিনি প্রথম--চতুর্থ সর্বোচ্চ সোভিয়েতের প্রতিনিধি ছিলেন । ১৯৫৮ সালের মার্চ মাসে তিনি অবসর নেন। ১৯৭৪ সালের ১৮ জুন তিনি রোগে মারা যান।

** ইতালি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত

    ইতালি একটি রাজতন্ত্রিক দেশ ছিলো। ১৯৪৬ সালের ২ জুন ইতালির সাংবিধানিক সংসদ নির্বাচন অনুষ্ঠান হয় এবং রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর গণভোট নেয়া হয় । ফলে ৫৪.৩ শতাংশ লোক রাজতন্ত্রিক ব্যবস্থা বাতিলের পক্ষে ভোট দেন।

    ১৯৪৬ সালের ১৮ জুন ইতালি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালের ডিসেম্বরে প্রজাতন্ত্র সংবিধান গৃহীত হয়।

** ছু ছিউবাইর মৃত্যু

    ছু ছিউবাই ছিলেন চীনের চিয়াং সু প্রদেশের উচিন জেলার অধিবাসী । ১৯১৯ সালে পেইচিংয়ের " ৪ঠা মে দেশ প্রেমিক আন্দোলনে" রুশ পক্ষের বিশেষ প্রতিনিধি নির্বাচিত হন। ১৯২০ সালের অক্টোবরে তিনি পেইচিংয়ের " ভোরের কাগজের "সংবাদদাতা হিসেবে সোভিয়েত ইউনিয়নে যান। এর পর তিনি প্রচুর রিপোর্ট লেখেন এবং চীনের প্রথম বুদ্ধিজীবী হয়ে দাঁড়ান যিনি সর্বপ্রথমে এই সমাজতন্ত্রিক দেশ সম্বন্ধে প্রবন্ধ লিখেছেন।

    ১৯২২ সালের ফেব্রুয়ারিতে তিনি চীনের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। ঔ বছরের শেষ দিকে তিনি স্বদেশে ফিরে আসেন। চীনে ফিরে আসার পর তিনি শাংহাই বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ ছিলেন।

    ১৯৩৫ সালের ১৮ জুন চীনের ফুচিয়ান প্রদেশের ছাং থিংয়ে শত্রুদের হাতে শহীদ হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি ছিলেন চীনের মহান সবর্হারা বিপ্লবী কর্মনায়ক ,রাজনীতিবিদ ও সমরবিদ ।

** মানব জাতি প্রথমবারের মত মহাকাশে জীবজণ্ড প্রেরণ

    ১৯৬০ সালের ১৮ জুন , মানব জাতি প্রথমবারের মত তিন বছর বয়সী একটি বানরীকে মহাকাশে পাঠিয়ে দিয়েছে ।

    বেগবর্ধক শক্তি আর ওজনশূণ্যতার সৃস্ট প্রভাব পরীক্ষা করার জন্যে "বুধ গ্রহ পরিকল্পনা " অনুসারে সে দিন যুক্তাষ্ট্রে সাম নামক একটি বানরীকে মহাকাশে পাঠানো হয়।১৩ মিনিটের পর প্যারাশুটযোগে এই বানরী পৃথিবীতে নেমে আসে।

** " আটলানটিস " নভোখেয়া আন্তর্জাতিক মহাশূণ্য কেন্দ্রে পৌঁছেছে

    মার্কিন " আটলানটিস " নভোখেয়া ১৯৭২ সালের ১৮ জুন কেনিডি মহাকাশ কেন্দ্র থেকে উত্ক্ষেপন করা হয়। ভেতরে মোট ছয়জন নভোচারী আন্তর্জাতিক মহাশূণ্য কেন্দ্রের জন্য একটি নতুন মহাকাশ কেবিন স্থাপন করবে। ১১ দিনব্যাপী মহাকাশ-যাত্রায় " আটলানটিসের " নভোচারীরা এই মহাকাশ কেবিনকে আন্তর্জাতিক মহাশূণ্য কেন্দ্রে স্থাপন করবে। স্থাপন করার পর আন্তর্জাতিক মহাশূণ্য কেন্দ্রের সৌরশক্তির বোর্ডের আয়তন ১ একর হবে ।