v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-16 11:33:30    
পর্যটন শিল্প চীনা কৃষকদের আয় বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ উত্স

cri
    চীনের বর্ণাঢ়্য প্রাকৃতিক দৃশ্য সম্বলিত কার্স্ট ভৌগলিক অঞ্চল কুয়াংশি প্রদেশের কুইলিন শহরের ইয়াং সো জেলার সব জায়গায় এমন দৃশ্য দেখা যায়, যে একজন স্থানীয় মহিলা তিন চার জন বিদেশী পর্যটককে নিয়ে গ্রামের পথে সাইকেল চালিয়ে ভ্রমণ করছেন।

    মহিলারা সবই ইয়াং সো জেলার গ্রামাঞ্চল থেকে এসেছেন। তাঁরা পর্যটকদের জন্য গাইডের কাজ করে এক বছরে সাত আট হাজার ইউয়ান আয় করেন, এটা ২০০৫ সালে কুয়াংশি প্রদেশের কৃষকদের মাথাপিছু নিট আয়ের দ্বিগুণ । কুয়াংশি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক ইয়ু সিয়াও জুন জানিয়েছেন, বর্তমান ইয়াং সো জেলায় প্রায় এক হাজার জন গ্রামীণ নারী গাইডের কাজ করেন।

    জানা গেছে, চীনের কৃষকদের মধ্যে কিছু কিছু লোক ইয়াং সো জেলার নারী গাইডের মতো পর্যটকদের জন্য গাইড এবং থাকা ও খাওয়ার পরিসেবা কাজ করেন। তাঁরাও চীনের দ্রুত বিকশিত পর্যটন শিল্প থেকে লাভবান হয়েছেন।

    জাতীয় পর্যটন ব্যুরোর মহা-পরিচালক শাও ছি ওয়েই বলেছেন, চীনের পর্যটন সম্পদ বেশির ভাগ গ্রামাঞ্চল, পাহাড়াঞ্চল এবং সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলে কেন্দ্রীভূত আছে। এই অঞ্চলগুলোর আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে পর্যটন শিল্পের বুনিয়াদী ব্যবস্থা উন্নয়নের শর্ত সম্পন্ন হয়েছে। বর্তমানে চীনের গ্রামীণ পর্যটন প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাপক গ্রামাঞ্চলে পর্যটন শিল্প ছড়িয়ে আছে, তা কৃষকদের আয়ের বৃদ্ধি ত্বরান্বিত করেছে।

    বিংশ শতাব্দীর ৯০'র দশকের মাঝামাঝি সময় থেকে দশ বারো বছরের উন্নয়নের পর সিছুয়েন প্রদেশের রাজধানী চেনতু শহরের উপকন্ঠে কৃষকদের প্রতিষ্ঠিত অবকাশ পল্লী বা রেস্ট-হাউস দু'হাজারেরও বেশি। উপকন্ঠে "কৃষক পরিবারের আনন্দ" নামে পর্যটন শহরবাসীদের প্রকৃতির কাছে যাওয়ার প্রতীকে পরিণত হয়েছে এবং পেইচিং, শাংহাই, ছুংছিং, চাংশা প্রভৃতি মহানগরে জনপ্রিয় হয়েছে।

    হাইনান প্রদেশের জুনহাই শহরের নারিকেল গ্রাম হচ্ছে লি জাতির একটি গ্রাম। দু'বছর আগে তাকে হাইনানের লি জাতির কৃষক পরিবারের বৈশিষ্ট্যসম্পন্ন এক পর্যটন স্থানে রূপান্তরিত হয়েছে। পর্যটকরা এখানে লি জাতির কৃষকদের উত্পাদন এবং জীপনযাপন পরিদর্শন করতে পারেন। এখন নারিকেল গ্রাম রোজ ছয় শতাধিক পর্যটককে অভ্যর্থনা করে।

    নারিকেল গ্রামের গ্রামবাসী ফু হো চাই সংবাদদাতাকে বলেছেন, চলতি বছরের বসন্ত উত্সবের সোনালী সপ্তাহে তার পর্যটন পরিসেবা থেকে পাওয়া আয় অতীতে জমিতে এক বছর পরিশ্রম করার পর পাওয়া আয়ের চেয়ে বেশি।

    অর্থনীতিবিদ, চীনের হাইনান সংস্কার ও উন্নয়ন একাডেমির কার্যনির্বাহী পরিচালক ছি ফু লিন মনে করেন, চীনের ঐতিহ্যিক প্রথা গ্রামাঞ্চলে সঞ্চিত আছে। গ্রামাঞ্চলে অপেক্ষাকৃত ভালো প্রাকৃতিক পরিবেশ আছে। সুতরাং চীনের গ্রামাঞ্চলে পর্যটন শিল্প উন্নয়নের সাংস্কৃতিক সম্পদ আর প্রাকৃতিক সম্পদের প্রাধান্য আছে। চীনের পর্যটন শিল্পের উন্নয়ন গ্রামাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে দিনে দিনে ঘনিষ্ঠভাবে সম্মিলিত হয়েছে, গ্রামাঞ্চলের চাষাবাদ আর মত্স্য চাষ ইত্যাদি শিল্প নিয়ে গঠিত ঐতিহ্যিক অবকাঠামোর সুবিন্যাস ত্বরান্বিত করা, কৃষকের আয় প্রবৃদ্ধির উপায় পরিবর্তন করার জন্য এর গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে।

    চীন "সমাজতান্ত্রিক নতুন গ্রাম বিনির্মাণের " প্রস্তাব উত্থাপনের পর গ্রামীণ পর্যটন শিল্প নতুন গ্রাম বিনির্মাণের এক গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে সরকারের উচ্চ মানের গুরুত্ব লাভ করেছে। স্বয়ংক্রিয়ভাবে গঠিত গ্রামীণ পর্যটন বাজার চীনের বিভিন্ন শ্রেণীর সরকারের সমর্থনে এখন নিয়মমাফিক ও সাংগঠনিকভাবে দ্রুত বিকশিত হয়েছে।

    জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক শাও ছি ওয়েই উল্লেখ করেছেন, পর্যটন শিল্প প্রাধান্য উন্নত করে গ্রাম, কৃষি আর কৃষকদের জন্য পরিসেবা করা, সমাজতান্ত্রিক নতুন গ্রাম বিনির্মাণের ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে। গ্রামীণ পর্যটন শিল্পের উন্নয়ন দ্রুত করার জন্য জাতীয় পর্যটন ব্যুরো "গ্রামীণ পর্যটনকে" ২০০৬ সালে চীনের পর্যটনের প্রসঙ্গ হিসেবে নির্ধারণ করেছে।

    কুয়াংশি প্রদেশের পর্যটন ব্যুরোর পরিচালক শিয়াও চিয়ান কাং বলেছেন, একাদশ পাঁচশালা পরিকল্পনা চলাকালে কুয়াংশি প্রদেশ জোরালোভাবে গ্রামীণ পর্যটনের ব্যাপকতা এবং গভীরতা বিকাশ করবে। গ্রামীণ পর্যটনকে কুয়াংশিয়ের শক্তিশালী পর্যটন প্রদেশ হিসেবে নির্মাণের গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর তালিকাভুক্ত করা হয়েছে। পরবর্তী পাঁচ বছরে কুয়াংশি ৫০০টি পল্লী পর্যটনের আদর্শ স্থান প্রতিষ্ঠা করবে।

    জাতীয় পর্যটন ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ২০০৫ সালে চীনের অভ্যন্তরীণ পর্যটন শিল্পের পর্যটকের সংখ্যা ২১.২ কোটি । সারা দেশের অভ্যন্তরীণ পর্যটন শিল্পের আয় ৫২৮.৬ বিলিয়ন ইউয়ান রেনমিনপি । চীন বিশ্বের বৃহত্তম , দ্রুত উন্নয়নের অভ্যন্তরীণ পর্যটন বাজারে পরিণত হয়েছে। ভবিষ্যতে গ্রামীণ পর্যটন চীনের অভ্যন্তরীণ পর্যটন বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আরো বিরাট উন্নতি করবে।