 ১৫ জুন চীনের সাংহাইয়ে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান পরিষদের ষষ্ঠ সম্মেলন আয়োজিত হয়েছে । চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সম্মেলনের পর অন্যান্য দেশের নেতাদের সঙ্গে সংবাদদাতাদেরকে বলেছেন , সম্মেলনে বিভিন্ন পক্ষের পারস্পরিক আস্থা জোরদার হয়েছে , ঐক্য ত্বরান্বিত হয়েছে এবং সহযোগিতা প্রসারিত হয়েছে , সম্মেলনে সাফল্য অর্জিত হয়েছে ।
সাংহাই সংস্থার ছ'সদস্য দেশের নেতারা , চারটি পর্যবেক্ষক দেশের নেতা বা প্রতিনিধিরা , সাংহাই সংস্থার মহাসচিব চাং দে কুয়াং এবং চেয়ারম্যান দেশের অতিথি আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রমুখ নেতারা সম্মেলনে অংশগ্রহণ করেছেন । চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সম্মেলনে সভাপতিত্ব করেছেন এবং ভাষণ দিয়েছেন । ভাষণে তিনি সাংহাই সংস্থা সম্পর্কে চীনের নীতি ব্যাখ্যা করেছেন এবং সাংহাই সংস্থার উন্নয়ন ত্বরান্বিত করা ও এই অঞ্চলকে একটি দীর্ঘস্থায়ী শান্তিময় ও সমৃদ্ধিশালী অঞ্চলে রূপান্তরিত করার প্রস্তাব দিয়েছেন ।
সম্মেলনে প্রকাশিত যৌথ ইস্তাহারে বলা হয়েছে , সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রতাবাদের হুমকি মোকাবিলা করা এবং মাদক দমন করা হল এই সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য।
সম্মেলন শেষে বিভিন্ন দেশের নেতারা "সাংহাই সহযোগিতা সংস্থার পঞ্চম বার্ষিকী ঘোষণা" সহ দশটি দলিল স্বাক্ষর করেছেন ।
|