পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ১৫ জুন চীনের সাংহাইয়ে বলেছেন , সাংহাই সহযোগিতা সংস্থার লক্ষ্য বাস্তবায়নে গঠনমূলক অবদান রাখার লক্ষ্যে পাকিস্তান সাংহাই সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করতে চায় ।
পর্যবেক্ষক দেশের নেতা হিসেবে মুশাররফ সাংহাই সংস্থার সদস্য রাষ্ট্রপ্রধান পরিষদের ষষ্ঠ সম্মেলনে দেয়া একটি ভাষণে বলেছেন , সাংহাই সংস্থা বিশ্বের ২৫ শতাংশ জনগণের আশার কন্ঠস্বর। পাকিস্তান দৃঢ়ভাবে এই সংস্থার সনদ , মর্ম ও নীতি সমর্থন করে , নিজ অঞ্চলে সহযোগিতা উন্নয়ন করা , স্থিতিশীলতা নিরাপত্তা ও ভারসাম্য বজায় রাখা সমর্থন করে । পাকিস্তান সাংহাই সংস্থার সদস্য দেশের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা , বেসরকারী যোগাযোগ ও সাংস্কৃতিক আদান-প্রদান জোরদার করতে ইচ্ছুক ।
মুসারফ আরো বলেছেন , পাকিস্তান সাংহাই সংস্থার আনুষ্ঠানিক সদস্য হতে চায় এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আরো বেশি প্রয়াস চালাবে ।
|