১৫ জুন শ্রীলংকার রাজধানী কলম্বো থেকে ২০০ কিলোমিটার উত্তর দিকের আনুরাধাপুরায় মাইন বিস্ফোরণে একটি বাসের ৬৪জন যাত্রী নিহত আর ৩৯জন আহত হয়েছেন ।
পুলিশ বলেছে , মাইন বিস্ফোরণে ২৫ মিটার দূরে নিক্ষিপ্তবাসের ৫৮জন যাত্রী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেমারা যান । ছ'জন হাসপাতালে নেবার পর মারা যান ।
শ্রীলংকার সামরিক কর্তৃপক্ষের ধারণা, সরকার বিরোধী টাইগার মুক্তি সংস্থা ঘটনাটি ঘটিয়েছে । শ্রীলংকার একজন সামরিক মুখপাত্র বলেছেন , এটা ২০০২ সালে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের পর নিরিহ নাগরিকদের উপর চালানো সবচেয়ে গুরুতর হামলা ।
পরিসংখ্যান অনুযায়ী গত অর্ধবছরে শ্রীলংকার সরকারীবাহিনী ও টাইগার মুক্তি সংস্থার মধ্যে অনবরত বেড়ে যাওয়া সংঘর্ষে মোট ৭০০জন মারা গেছেন ।
|